LSG vs KKR: লজ্জার নজির রাহুলদের, কেকেআরের বিরাট জয়ে রেকর্ডের ছড়াছড়ি
প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স যখন স্কোরবোর্ডে ২৩৫/৬ তুলল, তখনই একটা পরিসংখ্যান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। লখনউয়ের একানা স্টেডিয়ামে এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে লখনউয়ে এমনকী, টি-টোয়েন্টি ম্যাচে দুশো রানও ওঠেনি। যা সম্ভব করে দেখালেন সুনীল নারাইন। ৩৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন।
সঙ্গত করলেন কখনও ফিল সল্ট (১৪ বলে ৩২ রান), কখনও রামনদীপ সিংহ (৬ বলে অপরাজিত ২৫ রান)।
বলাবলি শুরু হয়ে গেল, এই রান তাড়া করে ম্যাচ জিতে কি ইতিহাস তৈরি করতে পারবেন কে এল রাহুলরা?
বাস্তবে দেখা গেল, লড়াই দূরস্থান, ম্যাচে এমন কোনও পরিস্থিতিও তৈরি হল না যে, যেখানে দাঁড়িয়ে মনে হতে পারে ম্যাচ জিতবে লখনউ। ২৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬.১ ওভারে মাত্র ১৩৭ রানে গুটিয়ে গেল লখনউ। ৯৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল কেকেআর। রাজস্থান রয়্যালসের পয়েন্টও সমান। তবে নেট রান রেট অনেক ভাল থাকায় শীর্ষে কেকেআর। শাহরুখ খান-জুহি চাওলার দলের প্লে অফে ওঠাও কার্যত নিশ্চিত।
আইপিএলের ইতিহাসে এক মরশুমে সবচেয়ে বেশি দুশো বা তার বেশি রান করে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড স্পর্শ করল কেকেআর। চলতি আইপিএলে মোট ৬ বার দুশো বা তার বেশি রান করলেন নাইটরা। ২০২৩ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সও ৬ বার দুশো বা তার বেশি রান করেছিল।
আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসাবে ব্যাটে দেড় হাজার রান ও বল হাতে দেড়শো উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন নারাইন। সব মিলিয়ে তাঁর ১৫০৭ রান ও ১৭৬ উইকেট।
২৩৫/৬-ই হল লখনউয়ের বিরুদ্ধে আইপিএলে কোনও দলের করা সর্বোচ্চ স্কোর। গত আইপিএলে গুজরাত তাদের বিরুদ্ধে ২২৭/২ তুলেছিল।
নির্বাসন কাটিয়ে এই ম্যাচে মাঠে ফিরেই নজরকাড়া বোলিং হর্ষিত রানার। নিলেন ৩ উইকেট।
কেকেআর ম্যাচ জিতল ৯৮ রানের বিশাল ব্যবধানে। রান রেটে এগিয়ে থাকায় তারাই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।
আইপিএলে রানের বিচারে এটাই লখনউয়ের বৃহত্তম ব্যবধানে হার। সুনীল নারাইন এ নিয়ে ১৫ বার ম্যাচের সেরা হলেন। আন্দ্রে রাসেলের সঙ্গে যুগ্মভাবে কেকেআরের সবচেয়ে বেশি ম্যাচের সেরা হওয়া ক্রিকেটার তিনিই। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -