এক্সপ্লোর
IPL 2025 Final: যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন, আইপিএল ফাইনালে গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন এঁরা
RCB vs PBKS: ফাইনালে মাঠে নামতে চলা পঞ্জাব কিংস ও আরসিবি, উভয় দলেই কিন্তু তারকার কমতি নেই।
আমদাবাদে আজ খেতাবি ফাইনালে মুখোমুখি আরসিবি-পঞ্জাব (ছবি: পিটিআই)
1/10

আরসিবি অধিনায়ক রজত পাতিদার আগেই বলেছেন বিরাট কোহলির জন্য খেতাব জেতাটা বিশেষ অনুভূতির হবে। আরসিবির হয়ে কিন্তু ম্যাচ জয়ের সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠতে পারেন কোহলি স্বয়ং। আরসিবির হয়ে তিনিই এ মরশুমে সর্বাধিক রান করেছেন। ৫৫.৮২ গড়ে ও ১৪৬-র অধিক স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে ইতিমধ্যেই ৬১৮ রান করেছেন।
2/10

এ মরশুমে আটটি অর্ধশতরান করেছেন বিরাট। রান তাড়া করতে নেমে বিরাট অর্ধশতরান করায় প্রতিবার জিতেছে আরসিবি। ফাইনালেও রান তাড়া করতে হলে 'চেজমাস্টার'-র ব্যাটে তাই রানের আশা করবেন আরসিবি অনুরাগীরা।
3/10

কেকেআরকে গত মরশুমে তিনি অধিনায়ক হিসাবে খেতাব জিতিয়েছিলেন। তবে তারপর তাঁকে রিটেন করা হয়নি। মনোমালিন্যের জেরে শ্রেয়স দল ছেড়েছিলেন বলেই খবর। বিরাট মূল্যে নিলামে তাঁকে দলে নিয়ে আস্থা দেখিয়েছিল পঞ্জাব কিংস।
4/10

শ্রেয়স কিন্তু হতাশ করেননি। ৫৪.৮২ গড়ে পঞ্জাব অধিনায়ক ৬০৩ রান করেছেন। কোয়ালিফায়ার ২-এ দু'শোর অধিক রান তাড়া করতে নেমে শ্রেয়সের ব্যাট থেকে ঝাঁ চকচকে ৮৭ রানের ইনিংস আসে। ফাইনালেও তাঁর ব্যাট কিন্তু ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। উপরন্তু, আমদাবাদে শেষ তিন ম্য়াচে তাঁর ব্যাট থেকে তিনটি অপরাজিত অর্ধশতরানের অনবদ্য রেকর্ড কিন্তু কিংস সমর্থকদের ভরসা জোগাবে।
5/10

পঞ্জাব কিংসের হয়ে ম্যাচ জেতার আরেকটি বড় অস্ত্র দলের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ। কোয়ালিফায়ার ২-এ তেমন প্রভাবিত না করলেও অর্শদীপের গোটা মরশুমটা বেশ ভালই কেটেছে। ১৬ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি উইকেট।
6/10

ফাইনালে শুরুতে আরসিবির বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপকে অর্শদীপ ফেরাতে পারলে কিন্তু কিংসের জয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে।
7/10

আরসিবির সহ-অধিনায়ক জিতেশ শর্মার মরশুমের শুরুটা খুব একটা আহামরি হয়নি। তবে লখনউয়ের বিরুদ্ধে চাপের মুখে জিতেশের ব্যাট থেকে এসেছিল স্বপ্নের ইনিংস। মাত্র ৩৩ বলে অপরাজিত ৮৫ রান করেছিলেন তিনি।
8/10

দল চাপে পড়লে তিনি যে সেই চাপ সামলাতে সক্ষম, তা সেই ম্যাচেই প্রমাণ করেছিলেন জিতেশ। ফাইনালে তাই তিনি একবার জ্বলে উঠলে কিন্তু সব হিসেবনিকেশ বদলে যেতে পারে।
9/10

সবার শেষে যার কথা না বললেই নয়, তিনি জশ হ্যাজেলউড। অজ়ি তারকা একাধিক বিশ্বকাপ, আইপিএল, বিগ ব্যাশ লিগ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, কী না জিতেছেন। এ মরশুমে তিনিই কিন্তু আরসিবির সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও বটে।
10/10

বেশ খানিকটা সময় চোটের জন্য মাঠের বাইরে থাকলেও, কোয়ালিফায়ার ১-এ কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে ফিরে অনবদ্য পারফর্ম করেছিলেন জশ। শ্রেয়সদের দলের ব্যাটিংয়ে ধস নামিয়ে তিন উইকেট নেন অজ়ি তারকা। তাই ১১ ম্য়াচে ২১ উইকেট নেওয়া হ্যাজেলউডকে গেমচেঞ্জারদের তালিকায় রাখতেই হবে। ছবি- পিটিআই
Published at : 03 Jun 2025 06:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















