এক্সপ্লোর
IPL 2025: বিরাট ধাক্কা গুজরাত টাইটান্সের, রাবাডার পরে ছিটকে গেলেন আর এক বিদেশি তারকা
Glenn Philips: ফিলিপ্স অবশ্য কোনও ম্যাচেই গুজরাতের প্রথম একাদশের অংশ ছিলেন না। তাঁকে পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নামানো হয়েছিল।
ছিটকে গেলেন গ্লেন ফিলিপ্স। - পিটিআই
1/10

তাঁকে অনেকে আধুনিক ক্রিকেটের জন্টি রোডস বলেন। কিংবদন্তি ফিল্ডার রোডসের মতোই ব্যাকওয়ার্ড পয়েন্টে একের পর এক অবিশ্বাস্য ক্যাচ নেন।
2/10

সেই গ্লেন ফিলিপ্স ছিটকে গেলেন আইপিএল থেকে। নিউজ়িল্যান্ডের তারকাকে আর গোটা টুর্নামেন্টে দেখা যাবে না।
3/10

ঘটনা হচ্ছে, দুর্ধর্ষ ফিল্ডার ফিলিপ্স ফিল্ডিং করার সময়ই এমন এক চোট পেলেন যে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। মাথায় হাত গুজরাত টাইটান্স শিবিরের।
4/10

এমনিতেই ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গিয়েছেন গুজরাত টাইটান্সের বিদেশি ফাস্টবোলার কাগিসো রাবাডা। ফের এক বিদেশি ক্রিকেটার ছিটকে গেলেন গুজরাত দল থেকে।
5/10

৬ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলা ফিলিপ্স। সেই চোটেই ছিটকে গেলেন তিনি।
6/10

আপাতত আইপিএলে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ৮ পয়েন্ট সহ টেবিলের শীর্ষে রয়েছে শুভমন গিলের গুজরাত টাইটান্স। ফিলিপ্সের বদলি কে হবেন, সেটা এখনও পর্যন্ত ঘোষণা করেনি গুজরাত শিবির।
7/10

আইপিএলের মহানিলামের পর সাতজন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছিল গুজরাত। ২ জন ছিটকে যাওয়ায় সেই সংখ্যাটা কমে দাঁড়াল পাঁচে।
8/10

ফিলিপ্স অবশ্য কোনও ম্যাচেই গুজরাতের প্রথম একাদশের অংশ ছিলেন না। তাঁকে পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নামানো হয়েছিল।
9/10

জশ বাটলার, রশিদ খান ও শেরফান রাদারফোর্ড - এই তিন বিদেশিই নিয়মিত খেলছেন গুজরাতের একাদশে।
10/10

এছাড়া দলে রয়েছেন জেরাল্ড কোয়েৎজে ও আফগানিস্তানের করিম জনত। দক্ষিণ আফ্রিকার কোয়েৎজে অবশ্য চোটে জর্জরিত। এসএ টি-২০ ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ছবি - পিটিআই ও ফিলিপ্সের ইনস্টাগ্রাম
Published at : 12 Apr 2025 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























