এক্সপ্লোর
Rohit Sharma: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে ফিরছেন রোহিত শর্মা? নীতা অম্বানি যা বললেন...
IPL 2025: চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই রোহিত। তাঁকে খেলানো হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। ৫ ইনিংসে মাত্র ৫৬ রান করেছেন তিনি।
রোহিতকে অধিনায়ক করে ফেরানো নিয়ে কী বললেন নীতা অম্বানি? - পিটিআই
1/10

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে তিনি কিংবদন্তি। পাঁচ-পাঁচটি ট্রফি দিয়েছেন দলকে নেতৃত্ব দিয়ে।
2/10

যদিও রোহিত শর্মাকে নেতৃত্বের পদ থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর পরিবর্তে অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে।
3/10

তারপর থেকে বিতর্কে জেরবার মুম্বই ইন্ডিয়ান্স শিবির। পারফরম্যান্সেও পড়েছে প্রভাব।
4/10

গতবার দশ দলের আইপিএলে দশম স্থান পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে তারা।
5/10

সমর্থকেরা ফের অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন রোহিত শর্মাকেই। এক ভক্ত তো সরাসরি দলের মালকিন নীতা অম্বানির কাছেই হিটম্যানের হয়ে সওয়াল করলেন।
6/10

শিরডির সাঁই বাবা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন তথা শিল্পপতি মুকেশ অম্বানির স্ত্রী নীতা। সেখানেই এক ভক্ত তাঁকে দেখে আবদার করেন, 'ম্যাডাম, রোহিতকে অধিনায়ক করে ফেরান।'
7/10

জবাবে কী বললেন নীতা অম্বানি? ক্রিকেটপ্রেমীরা তা জানতেই উৎসুক হয়েছিলেন।
8/10

নীতা অম্বানি ওই ব্যক্তিকে বলেন, 'সবই বাবার (সাঁই বাবা) ইচ্ছে।' যেন বোঝাতে চাইলেন, যা হয়েছে ঈশ্বরের ইচ্ছেতেই।
9/10

আবার কারও কারও মনে হয়েছে, রোহিতের সামনে যে নেতৃত্বের দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি, সেই ইঙ্গিতই যেন দিতে চেয়েছেন নীতা। সেই কারণেই তিনি সাঁই বাবার ইচ্ছের কথা বলেছেন।
10/10

চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই রোহিত। তাঁকে খেলানো হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। ৫ ইনিংসে মাত্র ৫৬ রান করেছেন তিনি। ছবি - পিটিআই
Published at : 15 Apr 2025 05:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















