এক্সপ্লোর
Sourav On Dhoni: ৪৩ বছর বয়সেও এত বড় ছক্কা! ধোনিকে দেখে মুগ্ধ সৌরভ, কী বললেন কিংবদন্তি অধিনায়ক?
IPL 2025: সৌরভ আরও বলেন, ‘চেন্নাই সুপার কিংসের হয়ে ওকে খেলতে হলে ওকে অধিনায়কই হতে হবে। কারণ অধিনায়ক এমএস ধোনি অন্য প্রাণী।’
ধোনিকে নিয়ে কী বললেন সৌরভ? - পিটিআই ও নিজস্ব চিত্র
1/10

বয়স তেতাল্লিশ। কিন্তু সেই বয়সেই বড় বড় ছক্কা মেরে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি।
2/10

আইপিএলে একটি গুরুদায়িত্ব পেলেন পাঁচবারের ট্রফি জয়ী ক্যাপ্টেন কুল। রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটের জন্য ছিটকে যাওয়ায় আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মাহি।
3/10

ধোনির উচ্ছ্বসিত প্রশংসা করলেন এমন একজন, যাঁর নেতৃত্বে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ধোনিকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারেও যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
4/10

তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দিয়েছিলেন সৌরভ।
5/10

সৌরভের আমলেই দল হিসাবে ভারতের আরও শক্তিশালী হয়ে ওঠার সূত্রপাত। যে কারণে, টিম ইন্ডিয়া তৈরির রূপকার মনে করা হয় সৌরভকে।
6/10

বৃহস্পতিবার কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেন সৌরভ। সকালে গিয়েছিলেন বাইপাসের ধারের হোটেলে একটি অনুষ্ঠানে। বিকেলে তিনি যান দমদমের মল রোডে দমদম ক্লাব আয়োজিত লিটল মার্স্টার্স কাপের ফাইনালে। যে টুর্নামেন্টের অন্যতম আয়োজক, সিএবি-র সদস্য, কিউরেটর অম্বরীশ মিত্র।
7/10

সৌরভ বলেন, ‘এমএস ধোনি এখনও ছক্কা মারতে পারে। আগের ম্যাচেই দেখলাম।’
8/10

সৌরভ আরও বলেন, ‘এখন ওর বয়স ৪৩ বছর আর কখনওই প্রত্যাশা করা যায় না ২০০৫ সালের ধোনিকে দেখা যাবে। তবে আমার মনে হয় ওর এখনও বড় ছক্কা মারার শক্তি রয়েছে।’
9/10

সৌরভ যোগ করেন, ‘কয়েকদিন আগে পঞ্জাবে দেখলাম ও কয়েকটা ছক্কা মারল। ওর যা অভিজ্ঞতা, ক্রিকেট দারুণ বোঝে আর সিএসকে-র জন্য যেটা ভাল সেটাই করছে।’
10/10

সৌরভ আরও বলেন, ‘চেন্নাই সুপার কিংসের হয়ে ওকে খেলতে হলে ওকে অধিনায়কই হতে হবে। কারণ অধিনায়ক এমএস ধোনি অন্য প্রাণী।’ ছবি - পিটিআই ও নিজস্ব চিত্র
Published at : 11 Apr 2025 05:49 PM (IST)
View More
Advertisement
Advertisement






















