এক্সপ্লোর
IPL 2025: নিজেদের পরিপক্কতা, দক্ষতায় আইপিএল মাতাচ্ছেন, দ্রুতই ভারতীয় দলেও দেখা যেতে পারে এই বোলারদের
Indian Premier League: ভারতীয় দলে সুযোগ পেতে পারেন আইপিএল মাতানো এই তিন ফাস্ট বোলার ও দুই স্পিনার।
প্রতিনিয়ত নজর কাড়ছেন যশ (ছবি: পিটিআই)
1/10

চলতি আইপিএলে পরিসংখ্যানের বিচারে হয়তো তিনি সেরার তালিকায় নেই, তবে নিজের বোলিংয়ের বৈচিত্রে নজর কেড়েছেন দিগ্বেশ রাঠি।
2/10

১১ ম্যাচে ১২ উইকেট নেওয়া লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনারের আদর্শ সুনীল নারাইন। তাঁর মতোই কঠিন ওভারে দিগ্বেশ বোলিং করেন। তিনি এমন পারফর্ম করতে থাকলে জাতীয় দলের জার্সি খুব দূরে নেই।
3/10

কলকাতার হয়ে এক নয়, একাধিক মরশুমে বেশ প্রভাবিত করেছেন বৈভব আরোরা। এ মরশুমে তাঁর ঝুলিতে ১৩টি উইকেট রয়েছে।
4/10

অতীতে নতুন বলেই তাঁকে বোলিং করতে দেখা যেত। তবে এ মরশুমে ডেথ ওভারেও বল করা বৈভব নিজের পরিসর বৃদ্ধি তো করেইছেন, ফের একবার নজরও কাড়ছেন।
5/10

রাঠির মতোই নজর কেড়েছেন আরেক তরুণ লেগ স্পিনার বিপরাজ নিগমও। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের সাহসী বোলিংয়ে নজর কেড়েছেন তিনি।
6/10

বোলিং তো বিপরাজ ভাল করেনই, তার পাশাপাশি তাঁর ক্ষেত্রে ইতিবাচক দিক হল তাঁর ব্যাটিংয়ের হাতটাও বেশ ভাল।
7/10

সম্ভবত এই তালিকায় থাকা তারকাদের মধ্যে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সবথেকে কাছাকাছি রয়েছেন যশ দয়াল।
8/10

একদা পাঁচ ছক্কা খাওয়া যশ গতকাল রাতেই সিএসকের বিরুদ্ধে অনবদ্য ডেথ বোলিংয়ে ফের একবার নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরেছেন।
9/10

মাত্র তিন ম্যাচ খেলেছেন তিনি। এত কম সময়ে কারুর বিষয়ে ভবিষ্যদ্বাণী করাটা একটু বেশিই তাড়াতাড়ি হয়ে যায়। তবে অশ্বিনী কুমার কেকেআরের বিরুদ্ধে কিন্তু নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন।
10/10

তাঁর গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার দক্ষতা কিন্তু ভারতীয় নির্বাচকদের তাঁর ওপর নজর রাখতে বাধ্য করবে। ছবি-পিটিআই
Published at : 04 May 2025 11:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















