এক্সপ্লোর
IPL 2025: বিরাট ধাক্কা শ্রেয়সের পঞ্জাবের, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার, পরিবর্ত হওয়ার দৌড়ে কে?
glenn maxwell: বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে পঞ্জাব কিংস। তবে সেই ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই দুঃসংবাদ শ্রেয়স আইয়ারদের শিবিরে।
ছিটকে গিয়েছেন ম্যাক্সওয়েল। - পিটিআই
1/10

বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে পঞ্জাব কিংস। তবে সেই ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই দুঃসংবাদ শ্রেয়স আইয়ারদের শিবিরে।
2/10

চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার। ডানহাতের আঙুলে চোটের জন্য এবারের আইপিএলে আর দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে।
3/10

কী হয়েছে ম্যাক্সওয়েলের? পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন, আঙুল ভেঙেছে অস্ট্রেলীয় তারকার।
4/10

শ্রেয়স বলেছেন, 'খুব দুর্ভাগ্যজনক যে, ওর আঙুল ভেঙেছে।' চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে টসের সময়ই দুঃসংবাদ দেন শ্রেয়স।
5/10

পরে পঞ্জাব কিংসের ক্রিকেটার, আর এক অস্ট্রেলীয় তারকা মার্কাস স্টোইনিসও জানান যে, ম্যাক্সওয়েল স্ক্যান করাতে গিয়েছেন। এবং সেই রিপোর্ট ভাল নয়।
6/10

বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ভক্ত-অনুরাগীরা তাঁকে ডাকেন ম্যাড ম্যাক্স নামে। এবারের আইপিএলে অবশ্য ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না ম্যাক্সওয়েল। ৬ ইনিংসে করেন মাত্র ৪৮ রান।
7/10

৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েলকে নিয়েছিল পঞ্জাব। বল হাতে তিনি নিয়েছেন ৪ উইকেট। কে হতে পারেন ম্যাক্সওয়েলের বিকল্প? এখনও ঘোষণা হয়নি। তবে দৌড়ে তিনজন।
8/10

শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা রয়েছেন বিকল্প নামের তালিকায়। নিলামে অবিক্রিত ছিলেন। বাঁহাতি ব্যাটার মিডল অর্ডারে খেলেন। আগ্রাসী ব্যাটিং করতে পারেন। অফস্পিন বলও করেন।
9/10

মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটিং। সঙ্গে মিডিয়াম পেস বোলিং। পঞ্জাবের ষষ্ঠ বোলারের বিকল্পও হতে পারেন আফগানিস্তানের গুলবদিন নঈব।
10/10

টি-২০ বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন। মাঝের ওভারে অফস্পিন বল করে রান আটকে রাখেন। ব্যাট হাতেও কার্যকরী। ছবি - পিটিআই
Published at : 01 May 2025 06:46 PM (IST)
View More
Advertisement
Advertisement
























