IPL 2022: আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন এই প্লেয়াররা
রাজস্থান রয়্যালসের হয়ে আগের ২ মরসুমে খেলেছেন যশস্বী জয়সওয়াল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলে পারফর্ম করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর ভারতের জার্সিতেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।
আইপিএলে এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান রয়্যালস। ২৯ মার্চও প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান।
তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগও প্রথম একাদশে সুযোগ করে নিতে পারেন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা তরুণ এই বাঁহাতি ওপেনারের সঙ্গে প্রথম একাদশে ওপেনিংয়ে নামবেন জশ বাটলার। ২ জনকেই রিটেন করেছে।
রাজস্থান রয়্যালস ২০০৮ সালে প্রয়াত শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার আইপিএলে জিতেছিল। কিন্তু এরপর থেকে আর ট্রফি জয়ের সুযোগ আসেনি তাঁদের।
দিল্লি ক্যাপিটালস থেকে এবার রাজস্থান শিবিরে এসেছেন শিমরন হেটমায়ের। ক্যারিবিয়ান এই ব্যাটারও মিডল অর্ডারে ভরসা জোগাতে পারেন।
সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান দলে সবচেয়ে বড় চমক যুজবেন্দ্র চাহাল। আরসিবি ছেড়ে দেওয়ার পর নিলামে তাঁকে তুলে নিয়েছে রাজস্থান শিবির।
প্রথম ম্যাচে খেলতে দেখা যাবে শিমরন হেটমায়ের এবং রাসি ভ্যান ডার ডুসেনকেও। দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন গত বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -