IPL Records: আইপিএলে সর্বাধিক সেঞ্চুরির মালিক গেল, তালিকায় আর কে কে আছেন?
আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেলের নামে, যিনি ইউনিভার্স বস নামে পরিচিত। বিস্ফোরক ব্যাটসম্যান গেইল এখন পর্যন্ত আইপিএলে ৬টি সেঞ্চুরি করেছেন। তিনি ১৪২ ম্যাচে ৩৯.৭২ গড়ে ৪৯৬৫ রান করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় ২ নম্বরে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আইপিএলে এখনও পর্যন্ত বিরাটের ব্যাটে ৫টি সেঞ্চুরি রয়েছে। কোহলি এখনও পর্যন্ত ২০৭ টি আইপিএল ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ৩৭.৩৯ গড়ে ৬২৮৩ রান করেছেন।
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও আইপিএলের অন্যতম সফল খেলোয়াড়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে ৪টি সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। ১৫০ ম্যাচে তার নামে রয়েছে ৫৪৪৯ রান।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। তিনিও রয়েছেন তালিকায়। আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ওয়াটসন এই টুর্নামেন্টে ১৪৫ ম্যাচে ৪ সেঞ্চুরি সহ ৩৮৭৪ রান করেছেন।
তরুণ খেলোয়াড় সঞ্জু স্যামসনও গত কয়েক বছরে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরি করেছেন তিনি। মোট ১২১ ম্যাচে তাঁর নামের পাশে ৩০৬৮ রান রয়েছে।
টি-টোয়েন্টি ও আইপিএলের যুগে এবি ডেভিলিয়ার্সকে কে ভুলতে পারে। আইপিএলে ৩টি সেঞ্চুরি করেছেন ডিভিলিয়ার্স। আইপিএলে ৩টি সেঞ্চুরি রয়েছে তাঁর। ৮৪ ম্যাচে তিনি ৫১৬২ রান করেছেন। রান করেছেন।
ভারতের প্রাক্তন টেস্ট সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ২ টি শতরান হাঁকিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৫১ ম্যাচে ৩৯৪১ রান।
শিখর ধবনও টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ একজন ক্রিকেটার। জাতীয় দলের এই তারকা ওপেনার এখনও পর্যন্ত আইপিএলে ২টি সেঞ্চুরি করেছেন। তিনি ১৯২ ম্যাচে ৫৭৮৪ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -