Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
East Bengal And Mohun Bagan: ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হার ইস্টবেঙ্গলের, জয়ের সরণিতে ফিরল মোহনবাগান
আইএসএলে কলকাতার দুই প্রধানের দিনটি দু'রকম কাটল। অ্যাওয়ে ম্যাচে হারল ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে দাপটের সঙ্গে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলড়াই করেও হার মানতে হল লাল-হলুদ বাহিনিকে। আইএসএলের দ্বিতীয় লেগের (ISL Second Leg) প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে হল ইস্টবেঙ্গলকে (East Bengal FC)।
নির্ধারিত সময়ের শেষে ২-৩ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে যে দলকে পাঁচ গোলে হারিয়েছিল লাল-হলুদ জার্সিধারীরা।
সেই দলের কাছেই অ্যাওয়ে ম্যাচে হেরে গেল ইস্টবেঙ্গল। শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ইস্টবেঙ্গল হারল ২-৩ গোলের ব্যবধানে। ১৪ মিনিটেই দু’গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল খায়। নতুন বিদেশি ফেলিসিয়ো ব্রাউন নেমেই গোল করলেন। তাতেও হার বাঁচাতে পারল না ইস্টবেঙ্গল।
টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ইস্টবেঙ্গল।
দুই অর্ধে অসংখ্য গোলের সুযোগ নষ্ট। তার পরেও আইএসএলে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি-কে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন বাহিনি।
কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হার ও আইএসএলের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করার পরে এবার মোহনবাগানের প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে মোহনবাগান আইএসএলের ১১ ম্যাচে ৬টি জয় পেয়েছিল। তারা ২টি ম্যাচ ড্র করে এবং ৩টি ম্য়াচে পরাজিত হয়। লিগ টেবিলের পাঁচ নম্বরে থেকে শনিবার মাঠে নেমেছিল সবুজ-মেরুন শিবির।
অন্যদিকে হায়দরাবাদ এফসি-র চলতি আইএসএল অভিযান কাটছে দুঃস্বপ্নের মতো। তারা নিজেদের প্রথম ১৩টি ম্যাচের একটিতেও জেতেনি। ৪টি ম্যাচ ড্র করলেও হারতে হয় ৯টি ম্যাচ। লিগ টেবিলের একেবারে শেষে থেকে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামে হায়দরাবাদ।
ম্যাচে দাপট দেখা গেল সবুজ-মেরুন ব্রিগেডেরই। আইএসএল-এ চার ম্যাচ পর জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। হায়দরাবাদের বিরুদ্ধে সবুজ-মেরুনের জয় ২-০ গোলে। রেজিস্ট্রেশন হওয়ার পরেই নেমে পড়লেন জনি কাউকো।
হুয়ান ফেরান্দোর পরিবর্তে আন্তোনিও লোপেজ হাবাস সবুজ মেরুনের কোচ হয়ে আসার পরেই দলের মধ্যে দারুণ একটা ভারসাম্য দেখা যাচ্ছে। দলের রিজার্ভ বেঞ্চকে সাজিয়েছেন হাবাস। এদিনই যেমন অভিষেক সূর্যবংশী ও বাংলার উঠতি ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে নামিয়েও দেখে নিলেন কোচ। ছবি - ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের এক্স থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -