টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনে অ্যান্ডারসন, কত নম্বরে রয়েছেন বুমরা?
টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার পাঁচ নম্বরের নামটি তুলনামূলক নতুন ক্রিকেটাপ রমেশ মেন্ডিসের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীলঙ্কান স্পিনার গত বছরেই নিজের অভিষেক ঘটানোর পর ইতিমধ্যেই ৩৮টি উইকেট নিয়ে ফেলেছেন।
তালিকায় চার নম্বরেও একজন স্পিনারই। তিনি অন্য কেউ নন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ান।
বহুদিন ধরেই ধারাবাহিক পারফর্মার লায়ান। অজি তারকার দখলে মেন্ডিসের থেকে এক বেশি, ৩৯ উইকেট আছে।
বয়স ৪০ পার করলেও, এখনও থামার কোনওরকম ইঙ্গিত দিচ্ছেন না জেমস অ্যান্ডারসন। বরং বয়সের সঙ্গে সঙ্গে তাঁর দক্ষতা আরও উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে জিমির।
ইংলিশ কিংবদন্তি এই বয়সেও বিশ্বের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারি, চলতি চ্যাম্পিয়নশিপে তাঁর সংগ্রহে মোট ৪০টি উইকেট রয়েছে।
অ্যান্ডারসনের থেকে এক উইকেট বেশি নিয়ে দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের তরুণ তারকা শাহিন আফ্রিদি।
শাহিনকে কেন বিশ্বের অন্যতম সেরা বোলার মনে করা হয়, এই পরিসংখ্যানই আবারও তার প্রমাণ করে দিচ্ছে।
এই তালিকার এক নম্বর নাম শুনে কারুরই অবাক হওয়ার কিছুই থাকব না। তিনি আর কেউ নন, ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পর্বে ইতিমধ্যেই তিন বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বুমরা, তাঁর মোট সংগ্রহ ৪৫টি উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -