Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Asia Cup: চোট সারিয়ে এশিয়া কাপে প্রত্যাবর্তন শ্রেয়স, রাহুলের, দলে আর কী চমক থাকল?
গতকাল এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘদিন পরে চোট সারিয়ে দলে ফিরলেন ২ তারকা ব্যাটার। কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। ২ জনকে মিডল অর্ডারে দেখা যাবে।
আইপিএলের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। আইপিএলেও কেকেআরের জার্সিতে খেলতে নামতে পারেননি তিনি।
রাহুল আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। যদিও দু জনেই এনসিএতে রিহ্যাবের পর ফিরে আসছেন।
তবে বিসিসিআই সূত্রে খবর, রাহুল ফের চোট পেয়েছেন নতুন করে। তাই প্রথম কয়েকটি ম্যাচে কর্ণাটকীকে নাও পেতে পারে ভারতীয় দল।
কে এল রাহুলের চোট কিছুটা চিন্তায় ফেলেছে ফের জাতীয় দলকে। ফলে একজন স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসনকে দলে রাখা হয়েছে।
ওয়ান ডে ফর্ম্যাটে খুব একটা ভাল পারফরম্য়ান্স না থাকলেও দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে দেখা যাবে তাঁকে।
তবে এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে সবচেয়ে বড় চমক তিলক ভার্মার অন্তর্ভূক্তি। এখনও পর্যন্ত কোনও ওয়ান ডে খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল এই বাঁহাতির। এশিয়া কাপে কেমন পারফর্ম করেন ওয়ান ডে-তে তা দেখার।
চলতি আয়ারল্যান্ড সিরিজে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া প্রসিদ্ধ কৃষ্ণকেও দেখা যাবে। মহম্মদ সিরাজ, মহম্মদ শামির পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে।
কুলদীপ যাদব দলে জায়গা পেলেও এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল। এই লেগস্পিনারের সাম্প্রতিক ফর্মও খুব একটা ভাল ছিল না। তাই কুলদীপকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচে খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। আগামী ২ সেপ্টেম্বর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করছে রোহিত বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -