Cristiano Ronaldo: ক্লাব ফুটবলে ৭০০ গোল, অনন্য নজির রোনাল্ডোর
প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিয়াম মাদ্রিদের পুরনো সতীর্থ ক্যাসেমিরোর পাস থেকে এদিন একটি গোল করেন রোনাল্ডো। সেই সঙ্গে সঙ্গেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মালিক হন তিনি।
ম্যাচের ৪৪ মিনিটের মাথায় গোলটি করেন রোনাল্ডো। দলের হয়ে আরও একটি গোল করেন অ্যান্টােনি। এভার্টনের হয়ে গোল করেছেন ইয়োবি।
ক্লাব ফুটবলে রোনাল্ডো মোট ৯৪৪টি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। কেরিয়ারের প্রথম গোলটি আজ থেকে ২০ বছর ২ দিন আগে করেছিলেন রোনাল্ডো।
এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনাল্ডোর প্রথম গোল এটি, আর চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল।
নিজের দীর্ঘ কেরিয়ারে স্পোর্টিং লিসবন ছাড়াও ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রোনাল্ডো তাঁর ৭০০ গোলের মধ্যে ৫টি স্পোর্টিং লিসবনের জার্সিতে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ১০১ এবং ম্যান ইউনাইটেডের হয়ে ১৪৪টি গোল করেছেন।
রোনাল্ডোর পরে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ৬৯১ গোল করেছেন তিনি ক্লাব ফুটবলে।
উল্লেখ্য, দেশের জার্সিতে ১৮৯টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন রোনাল্ডো। এছাড়াও ১০টি মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি এখনও পর্যন্ত।
কাতার বিশ্বকাপই শেষ নয়। আগামী ইউরো কাপেও দেশের জার্সিতে মাঠে নামতে চান পর্তুগিজ সুপারস্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -