Meg Lanning Retires: ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন, ফিরে দেখা মহিলা ক্রিকেটের 'কিংবদন্তি' মেগ ল্যানিংয়ের রেকর্ডবুক
অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটের কিংবদন্তি মেগ ল্যানিং গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ৩১ বছর বয়সেই ২২ গজকে বিদায় জানালেন অজি অধিনায়ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচারবার কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে শুরু করে একদিনের আন্তর্জাতিক হোক বা কমনওয়েলথ গেমস। মেগ ল্যানিং নেতৃত্বে একের পর আন্তর্জাতিক ট্রফি জিতেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।
৬ টেস্টে ৩৪৫ রান ঝুলিতে পুরেছেন ল্যানিং। ১২টি অর্ধশতরান করেছেন তিনি। সর্বোচ্চ ৯৩।
১০৩টি ওয়ান ডে খেলে মোট ৪৬০২ রান করেছেন মেগ ৫৩.৫১ গড়ে। ১৫টি শতরান করেছেন তিনি।
১৩২টি টি-২০ ম্যাচ। ১৩ বছরের দীর্ঘ কেরিয়ারের ইতি টানলেন মেগ। ১৮২টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১২১ ইনিংস খেলে ৩৪০৫ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৩৩।
আন্তর্জাতি ওয়ান ডে কেরিয়ারে মোট ১৫টি শতরান করেছেন তিনি। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ যে কোনও মহিলা ব্যাটারের।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা অজি ক্রিকেটার হিসেবে দু হাজার রান পূরণ করেছিলেন মেগ ল্যানিং।
নিজের বিশ্বকাপ কেরিয়ারে মোট ২২ ইনিংস খেলে ৯৪৮ রান করেছেন মেগ ল্য়ানিং। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৫২।
২০১২, ২০১৪, ২০১৮৭, ২০২০, ২০২৩ পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তার মধ্যে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বভার দেননি মেগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -