কলকাতায় পৌঁছলেন বাংলার নবম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ
বৃহস্পতিবার কলকাতায় এসে পৌঁছলেন বাংলার এই নতুন গ্র্যান্ডমাস্টার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাগনাস কার্লসেনের খেলার ভক্ত মিত্রাভ। এর আগে দু’টি জিএম নর্ম পেয়েছিলেন মিত্রাভ।
কলকাতা বিমানবন্দরে নেমেই অভ্যর্থনায় ভাসলেন মিত্রাভ। পুস্পস্তবক দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
মিত্রাভ সাউথ পয়েন্টের ছাত্র। এখন বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করছেন। করোনাকাল অনুশীলনের বাড়তি সময় দিলেও অবশ্য তাঁকে ভিসা পাওয়া নিয়ে সমস্যায় ফেলেছিল।
আন্তর্জাতিক যাতায়াত নিয়ন্ত্রিত করা হচ্ছিল বলে স্পেনের ভিসা পাননি। তাই বার্সেলোনার একটি টুর্নামেন্টে খেলতে যাওয়া হয়নি।
২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দিব্যেন্দু বড়ুয়ার কাছে প্রশিক্ষণ নিয়েছেন। তারপর ২০১৬ সাল পর্যন্ত সোহম দাসের ছাত্র ছিলেন।
তারপর অতনু লাহিড়ীর কাছে ২০১৮ সাল পর্যন্ত প্রশিক্ষণ নেন। মিত্রাভ এখন অবশ্য নিজেই খেলেন। অনলাইনে প্রস্তুতি সারেন।
বাংলার নবম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন মিত্রাভ গুহ।
শনিবার সার্বিয়াতে জিএম নর্ম পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্র্যান্ডমাস্টারের যোগ্যতা মান পেয়ে যান তিনি।
জাতীয় সিনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি। এরপর বাংলাদেশে শেখ রাসেল টুর্নামেন্টে একটি জিএম নর্ম পান মিত্রাভ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -