Mohammed Shami: 'প্রতিভা এবং দায়বদ্ধতার' ফল, অর্জুন পুরস্কারপ্রাপক শামিকে শুভেচ্ছা সচিন, কোহলিদের
৯ জানুয়ারি, মঙ্গলবার ভারতরে ক্রীড়াবিদদের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক্স সম্মান অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাষ্ট্রপতি ভবনে মোট ২৬ জন ক্রীড়াবিদের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু।
চার বছর মেয়াদে ভালো পারফরম্যান্স, নেতৃত্ব, ক্রীড়ানুরাগী এবং শৃঙ্খলার চেতনার জন্য এই পুরস্কার দেওয়া হয়। এই বছর অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামিও।
বিশ্বকাপে ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন শামি। সাত ম্যাচ খেলে নিয়েছিলেন টুর্নামেন্ট সর্বোচ্চ ২৪ উইকেট। তারপরেই ২০২৩ সালের অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় শামির নাম যোগ করা হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরস্কার নেন শামি।
অর্জুন পুরস্কার পেয়ে আবেগঘন শামি। তারকা ফাস্ট বোলার এই পুরস্কারকে নিজের জীবনের সেরা প্রাপ্তিগুলির তালিকায় রাখছেন।
তিনি বলেন, 'এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের বড় প্রাপ্তিগুলির মধ্যে একটি। এই পুরস্কার আমাকে আগামি দিনে আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে।'
শামির এই সাফল্যের পর তিনি শুভেচ্ছাবন্যায় ভাসেন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে সচিন তেন্ডুলকর লেখেন, 'মহম্মদ শামি তুমি বল করে আমাদের মতো ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছো। এই অর্জুন পুরস্কার তোমার অসামন্য প্রতিভা এবং দায়বদ্ধতার ফল। মাঠ এবং মাঠের বাইরে তুমি আরও সাফল্য পাও, এই শুভেচ্ছা রইল।' বিরাট কোহলিও তাঁর প্রিয় 'লালা'কে অর্জুন পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানান।
শামির পাশাপাশি অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন বাংলার আরেক ক্রীড়াবিদও। তিনি তারকা প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -