French Open 2021: ৪ ঘণ্টা ১০ মিনিট লড়ে জয়ী জোকার, নাদাল বলছেন মাথায় আকাশ ভেঙে পড়বে না
ফরাসি ওপেনের সেমিফাইনালে প্রথম সেট হেরে যাওয়ার পরেও ৩-৬, ৬-৩, ৭-৬ (৪), ৬-২ সেটে রাফায়েল নাদালকে হারালেন নোভাক জকোভিচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্য়ারাথন ম্যাচ গড়াল ৪ ঘণ্টা ১০ মিনিট। প্রবল লড়াই করেও শেষ পর্যন্ত পরাস্ত নাদাল।
১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালকে ক্লে কোর্টের সম্রাট বলা হয়। যদিও এবার খেতাব অধরা থেকে গেল তাঁর।
জকোভিচই একমাত্র প্লেয়ার যিনি ফরাসি ওপেনে নাদালকে দুবার হারালেন।
বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচের সামনে ফাইনালের প্রতিপক্ষ স্তেফানোস তিতিপাস।
সার্বিয়ার তারকার সাফল্য়ের ঝুলিতে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে।
১৯ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তি রজার ফেডেরার ও নাদালের কীর্তির আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। ফেডেরার ও রাফা, দুজনই ২০টি করে গ্র্য়ান্ড স্ল্য়াম জিতেছেন।
ম্যাচ হেরে নাদাল বলেছেন, 'আমাদের খেলায় জয় পরাজয় দুই মেনে নিতে হয়। জানি আমি ১৫, ১৮ বা ২০ বার ফরাসি ওপেন জিতব না।'
ফরাসি ওপেনে ১৩ বারের চ্যাম্পিয়ন নাদাল আরও বলেছেন, 'এই হারে আমার মাথায় মোটেও আকাশ ভেঙে পড়ছে না।'
ফাইনালেও ফেভারিট হিসাবেই নামবেন জকোভিচ। ছবি ফরাসি ওপেনের ট্যুইটার হ্যান্ডল থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -