ODI World Cup: কোন অঙ্কে ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল?
আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে (ICC World Cup) একটি সেমিফাইনাল-সহ মোট ৫ ম্যাচ আয়োজনের বরাত পেয়েছে সিএবি (CAB)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ভারত বনাম পাকিস্তান মহারণ আয়োজিত হবে আমদাবাদে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১৫ অক্টোবর হবে সেই বহু প্রতীক্ষিত ম্যাচ।
কিন্তু ওয়ান ডে বিশ্বকাপে ইডেনেও হতে পারে ভারত-পাক মেগা ম্যাচ? কিন্তু কীভাবে সম্ভব?
তাহলে কি আমদাবাদের বিকল্প ভেন্যু হিসাবে ইডেনকে তৈরি থাকার কোনও বার্তা দিয়েছে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড?
মঙ্গলবার রাত থেকে আচমকাই এরকম জল্পনা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। অনেকে গুজব বলে গোটা ঘটনা উড়িয়েও দিয়েছিলেন। কিন্তু নিয়ম বলছে, ভারত-পাক ম্যাচ হতে পারে ইডেনে। কীভাবে?
চেন্নাই ও বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আয়োজনের বরাত পেয়েছে ইডেন। প্রথম সেমিফাইনালটি হবে ওয়াংখেড়েতে।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে দুই দলের মোলাকাত হবে ইডেনে।
মঙ্গলবার আইসিসি-র তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ভারত সেমিফাইনালে উঠলে ওয়াংখেড়েতে খেলা হতে পারে।
কিন্তু পাকিস্তান শেষ চারে ওঠা মানে ইডেনেই হবে ম্যাচ। আর ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে সেই ম্যাচ হবে ইডেনেই। যেহেতু ওয়াংখেড়েতে পাক দলকে নিয়ে যাওয়ার কোনও চেষ্টাই করবে না বোর্ড।
অতীতেও পাকিস্তানের ম্যাচে শিবসেনার পিচ খুঁড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেমিফাইনালে উঠলে পাকিস্তানের ম্যাচ হবে কলকাতাতেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -