IND vs AUS Final: পাঁচে পঞ্চবাণ! ভারতের বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকবে অস্ট্রেলিয়াও
এশিয়া কাপের ফাইনালে একাই ৬ উইকেট নিয়ে ধ্বংস করেছিলেন শ্রীলঙ্কার ইনিংস। বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণের অন্যতম মুখ মহম্মদ সিরাজ়। মহম্মদ শামি ও যশপ্রীত বুমরার সঙ্গে মিলে ভারতের পেস বোলিং বিভাগকে আরও বৈচিত্রময়, আরও শক্তিশালী করে তুলেছেন হায়দরাবাদের পেসার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বিশ্বকাপে ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন সিরাজ়। ইকনমি? ৫.৬১। অর্থাৎ, ওভার প্রতি মাত্র ৫.৬১ রান খরচ করেছেন ডানহাতি জোরে বোলার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৬ রানে তিন উইকেট নিয়েছিলেন। চলতি বিশ্বকাপে যা সিরাজ়ের সেরা বোলিং পরিসংখ্যান। সেই ম্যাচে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।
ভারতীয় বোলিং আক্রমণের সেরা অস্ত্র যশপ্রীত বুমরা। নিয়মিতভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেন। একই অ্যাকশনে বল দুদিকে স্যুইং করান। সঙ্গে রয়েছে ব্রহ্মাস্ত্র। ইয়র্কার। যা খেলতে গিয়ে বিপাকে পড়েন ব্যাটাররা।
চলতি বিশ্বকাপে ১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন বুমরা। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৩.৯৮ রান। আফগানিস্তানের বিরুদ্ধে ৩৯ রানে চার উইকেট নিয়েছিলেন। সেটাই টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং ফিগার। সবচেয়ে বড় কথা, প্রথম দশ ওভারের মধ্যে নিয়মিত উইকেট তুলছেন। বুমরার জন্যই আরও ভয়ঙ্কর দেখাচ্ছে পাওয়ার প্লে-তে ভারতের বোলিং।
ভারতীয় পেস বোলিং আক্রমণের এই মুহূর্তে সবচেয়ে সুদৃঢ় স্তম্ভ মহম্মদ শামি। ডানহাতি পেসারকে প্রথম চার ম্যাচে খেলানো হয়নি। হার্দিক পাণ্ড্য চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ভারতের একাদশে সুযোগ পান। ভেতর ভেতর যে মাঠে নামতে না পেরে কতটা ফুঁসছিলেন, প্রত্যেক ম্যাচে সেটা প্রমাণ করছেন শামি। ৬ ম্যাচে ২৩ উইকেট তুলে নিয়ে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।
দুদিকে বল স্যুইং করাচ্ছেন। সঙ্গে মিশিয়ে দিচ্ছেন রিভার্স স্যুইংয়ের বিষ। ওভার প্রতি খরচ করছেন মাত্র ৫.০১ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ঈর্ষণীয়। একদিক থেকে চাপ তৈরি করছেন বুমরা ও সিরাজ়। অন্যদিক থেকে প্রতিপক্ষ ব্যাটিংয়ের কোমর ভেঙে দিচ্ছেন শামি।
আর অশ্বিনকে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর থেকে আর খেলানো হয়নি। ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র জাডেজা। স্যর জাডেজা ১০ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট।
বাঁহাতি স্পিনার ওভার প্রতি মাত্র ৪.২৫ রান খরচ করেছেন। কাপ যুদ্ধে একসময় যে দক্ষিণ আফ্রিকাকে ভারতের প্রধান চ্যালেঞ্জার মনে করা হচ্ছিল, ইডেনে সেই প্রোটিয়াদের ব্যাটিং ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন। ৮৩ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
এক জাডেজাতে রক্ষা নেই, কুলদীপ যাদব দোসর। চায়নাম্যান স্পিনারের জন্য স্মরণীয় বিশ্বকাপ। ১০ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন কুলদীপ। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৪.৩২ রান। যা রিস্ট স্পিনারদের কাছে দৃষ্টান্ত হতে পারে।
মাঝের ওভারে কুলদীপের দাপটেই ভারতীয় বোলিংকে ভয়ঙ্কর দেখাচ্ছে। তাঁর কোন বলটা বাইরে যাবে, আর কোনটা চায়নাম্যান স্পিন করে ভেতরে আসবে, বিভ্রান্ত ব্যাটাররা। ইংল্যান্ডের জশ বাটলারকে চায়নাম্যান স্পিনে ঠকিয়ে বোল্ড করেছিলেন। যে বলটিকে টুর্নামেন্টের অন্যতম সেরা বলা হচ্ছে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -