Virat Kohli Birthday: রেড রোডে আজ কোহলি কার্নিভাল! জন্মদিনে অভিনব সেলিব্রেশন
রবিবার সাতসকালে রেড রোডে পৌঁছেই হতবাক হতে হল। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ভুল লেখা হল। বিরাট কোহলিরা!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রত্যেকের মাথার ওপরই তুলে ধরা ব্য়াট। কারও মুখে প্রশান্তি। কারও অভিব্যক্তিতে আগ্রাসন। কেউ আবার গলার শির ফুলিয়ে হুঙ্কার দিচ্ছেন।
ঘোর কাটল, যখন বোঝা গেল, প্রায় বিরাটের (Virat Kohli) সাইজের সার দিয়ে দাঁড়ানো চেহারাগুলি কাট আউট। প্লাইউড দিয়ে তৈরি। আসল বিরাট নন।
রবিবার ৩৫ পূর্ণ করছেন কিংগ কোহলি। এদিনই আবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) মহারণ। তার আগে বিরাট-বরণে প্রস্তুত শহর।
কোহলি ভক্তরা রেড রোডে এক অভিনব আয়োজন করেছেন। যেখানে রাস্তার ধারে সার দিয়ে দাঁড় করানো হয়েছে কোহলির ৪৮টি কাট আউট। ওয়ান ডে-তে ৪৮ সেঞ্চুরির প্রতীক হিসাবে।
প্রত্যেকটি কাট আউটের নীচে লেখা 'সেঞ্চুরি ১', 'সেঞ্চুরি ২', 'সেঞ্চুরি ৩'... ইত্যাদি। সেই সঙ্গে লেখা প্রার্থনা। ইডেনেই যেন ইতিহাস স্পর্শ করেন প্রিয় নায়ক। ৪৯তম ওয়ান ডে সেঞ্চরি যেন হয় ক্রিকেটের নন্দন কাননেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যে দলের বোলিং আক্রমণে রয়েছেন কাগিসো রাবাডা, মার্কো জানসেনের মতো রথী-মহারথীরা। বিরাট ভক্তরা চান, বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ ছারখার হোক ব্যাটের শাসনে।
রেড রোডের কাট আউটের সারির সামনে জনতা জনার্দনের ভিড়। সকলেই কোহলির কাট আউটের সঙ্গে ছবি তুলছেন। পোজ দিচ্ছেন। বিহার থেকে এসেছেন একদল যুবক-যুবতী। তাঁদের মধ্যে একজন আবার ডেনমার্কে থাকেন কর্মসূত্রে। বহুদিন আগেই এই ম্যাচের টিকিট কেটে রেখেছিলেন। রাত জেগে ট্রেন সফর করে সকলে মিলে পৌঁছে গিয়েছেন কলকাতায়।
ম্যাচের অনেক আগেই জাতীয় পতাকা, রোহিত শর্মাদের জার্সি পরে হাজির ময়দানে। জানালেন, কোহলির জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক অর্ডার দিয়েছেন। সকলেরই একটাই প্রার্থনা। ভারত জিতুক। আর কোহলির ৪৯তম সেঞ্চুরিটা হয়ে যাক ইডেনেই।
রেড রোড কয়েকদিন আগেই দেখেছে দুর্গাপুজোর কার্নিভাল। রবিবার পুজোর আমেজকেই উস্কে দিচ্ছে বিরাট-বরণ প্রস্তুতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -