World Cup Record: ওয়ান ডে বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির মালিক কে? প্রথম দশে রয়েছেন কতজন ভারতীয়?
ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সবেচেয়ে বেশি ৬ বার সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। তার মধ্যে ২০১৯ বিশ্বকাপেই পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি টুর্নামেন্টের ইতিহাসে ৪৫ ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি করেছেন।
কুমার সাঙ্গাকার মোট ৩৭ ম্যাচ খেলে বিশ্বকাপের ইতিহাসে ৫টি সেঞ্চুরি করেছেন।
রিকি পন্টিং বিশ্বকাপে ৪৬ ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতেও রয়েছে ৫টি সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ১৮ ম্যাচ খেলে মোট ৪টি সেঞ্চুরি করেছেন ওয়ান ডে বিশ্বকাপে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপের ইতিহাসে ২১ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি করেছেন।
প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ও তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্স বিশ্বকাপের ইতিহাসে ২৩ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি করেছেন।
তালিকায় সবার শেষে রয়েছেন আরেক লঙ্কা ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। তাঁর ঝুলিতে রয়েছে ৪টি শতরান। খেলেছেন ৪০টি ম্যাচ।
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তিলকরত্নে দিলশান বিশ্বকাপের ইতিহাসে ২৭ ম্যাচ খেলে ৪টি শতরান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -