Bhavani Devi in Pics: অসিযুদ্ধে আগ্রহ মেয়ের, স্বপ্নপূরণে গয়না বন্ধক রেখেছিলেন ভবানীর বাবা-মা
ইতিহাস তৈরি করেছেন ভবানী দেবী। ভারতের প্রথম ফেন্সার হিসাবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটোকিওয় সোমবার সকালে শুরুটাও দুর্দান্তভাবে করেছিলেন ভারতীয় তারকা।
ফেন্সিংয়ের মহিলাদের সাবার রাউন্ড অফ সিক্সটি ফোরে তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন ভবানী দেবী।
ফেন্সিংয়ে আসাটাও বেশ নাটকীয়। স্কুলে পড়ার সময় আর কোনও খেলায় ভর্তির জায়গা ছিল না বলে ফেন্সিংয়ে নাম লেখান চেন্নাইয়ের মেয়ে।
চেন্নাইয়ের মুরুগা ধনুশকোডি গার্লস স্কুলের শিক্ষিকারা তাঁকে জানিয়েছিলেন, ফেন্সিং খুব ব্যয়বহুল খেলা। পিছপা হননি ভবানী।
মধ্যবিত্ত পরিবারের সন্তান ভবানী ফেন্সিং খেলার জন্য স্কুলে বাবার উপার্জন বাড়িয়ে বলেছিলেন। যাতে তাঁকে বাদ না পড়তে হয়।
পরে একটি সাক্ষাৎকারে ভবানী নিজেই সেই কথা জানিয়েছিলেন।
তরোয়াল বেশ দামি বলে বাঁশের লাঠি দিয়ে স্কুলে প্রস্তুতি নিতেন ভবানী।
ভবানীর বাবা সি সুন্দরারমনা পেশায় পুরোহিত ছিলেন। মা সাধারণ গৃহবধূ।
ভবানীর ফেন্সিং-স্বপ্নে যাতে ছেদ না পড়ে, তার জন্য ঋণ নিয়েছিলেন তাঁর বাবা। ভবানীর মা নিজের গয়না বন্ধকও রেখেছিলেন।
মেয়ের অলিম্পিক্সে নামা অবশ্য দেখে যেতে পারেননি ভবানীর বাবা। ২০১৯ সালে প্রয়াত হন তিনি। ছবি: ভবানীর সোশ্যাল মিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -