Neeraj Chopra in Olympic: সংবর্ধনা মঞ্চে হলেন আবেগপ্রবণ, সামলে নিয়েই নীরজ বললেন অলিম্পিক্সে আবারও সোনা জিততে চাই
ইতিহাস গড়েছেন। কিন্তু থামতে নারাজ নীরজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনীরজের ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছোড়ার সুবাদে অলিম্পিক্সের মঞ্চে দেশের প্রথম সোনা এসেছে অ্যাথলেটিক্সে।
দেশে ফিরে আবেগ, ভালোবাসা, সংবর্ধনায় ভাসছেন নীরজ।
হরিয়ানার ছেলে অবশ্য তাঁর শিকড় ভুলতে নারাজ। পাশাপাশি সাফল্য নিয়ে বেশি না ভেবে ঠিক করে ফেলেছেন পরের লক্ষ্যও।
নীরজের সাফ কথা, আরও ভালো করতে চাই। এশিয়ান গেমস, কমনওয়েলথ, অলিম্পিক্সে ফের সোনা জিততে চাই।
নীরজের পরের লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপ।
অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাংবাদিক সম্মেলনে বাবা-মার সামনে মঙ্গলবার কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন নীরজ।
২০১৫ সালে ন্যাশনালসে পঞ্চম হওয়ার পরও জাতীয় ক্যাম্পে সুযোগ পাওয়া তাঁর কেরিয়ারের মোড় গোরায় বলেই জানান নীরজ।
জাতীয় ক্যাম্পে দেশের সেরাদের সঙ্গে অনুশীলন, ভালো ডায়েট তাঁকে আরও ভালো অ্যাথলিট হতে সাহায্য করেছে বলেই জানান নীরজ।
ইতিমধ্যে অলিম্পিক্সে সোনার পদক জিতলেও ২৩ বছরের নীরজের সামনে রয়েছে লম্বা কেরিয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -