Olympic Gold Medal: অলিম্পিক্সের স্বর্ণপদকে কতটা সোনা থাকে? তার মূল্যই বা কত?
একজন অলিম্পিক্স অ্যাথলিটের কাছে স্বর্ণপদক পাওয়ার থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। কোনও অলিম্পিয়ানের জন্য এর কোনও মূল্য হতে পারে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅতীতে বিশুদ্ধতা পরিমাপ করতে ব্যবসায়ীরা কয়েন কামড়ে দেখত। বর্তমানে পদক জিতে তা কামড়ানোও অ্যাথলিটদের অনেকের স্বভাব বৈকি। তাঁরাও কি বিশুদ্ধতা মেপে দেখেন?
স্বর্ণপদকের বাজারগত দামের থেকেও আবেগ এবং পরিশ্রমের পুরস্কার হিসাবে প্রাপ্ত এই পদক দুর্মূল্য হয়ে উঠে।
কিন্তু আসলে স্বর্ণপদকে কত পরিমাণ সোনা থাকে এবং তাঁর দামই বা কত?
১৯০৪, ১৯০৮ ও ১৯১২, মাত্র তিনটি অলিম্পিক্সেই স্বর্ণপদকের পুরোটাই সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। আজকের যুগের স্বর্ণপদকে কিন্তু মাত্র ছয় শতাংশই সোনা থাকে।
প্য়ারিস অলিম্পিক্সের এক একটি স্বর্ণপদকে ৫২৯ গ্রামের মধ্যে মাত্র ছয় গ্রাম সোনা রয়েছে বলে খবর।
প্রতিটি পদকে রয়েছে আইফেল টাওয়ারের আয়রনের টুকরো। বাকিটা রুপো যার বিশুদ্ধতা অন্তত ৯২.৫ শতাংশ।
খবর অনুযায়ী এবারের এক একটা স্বর্ণপদকের দাম প্রায় আটশো ডলার।
পুরো পদক সোনার হলে তাঁর প্রচুর খরচসাপেক্ষ হয়ে যাওয়ায় সম্পূর্ণ সোনার পদক দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
রুপোর পদকে কোনও সোনা না থাকায় তার দাম আরও কমে যায়। ৪৫০ ডলারের আশেপাশে। আর সেখানে ব্রোঞ্জ পদকের মূল্য স্বাভাবিকভাবেই আরও কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -