Paris Olympics 2024: অলিম্পিক্স ২০২৪ ভারতীয় অলিম্পিয়ানদের সংখ্যা, সর্বকনিষ্ঠ ও প্রবীণতম প্রতিযোগী, এক নজরে পরিসংখ্যান
আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্সের মূলপর্ব। এই অলিম্পিক্সে পরিসংখ্যানের বিচারে ভারতীয়দের না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট ১১৭ জন ভারতীয় এবারের অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন। সংখ্যার বিচারে টোকিওতে ১২১ জনের পর এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৪৭ জন মহিলা রয়েছেন।
এবারের ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে ৭২জনই নিজের প্রথম অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ মোট সংখ্যার ৬২ শতাংশই নবাগত।
ভারতীয় অলিম্পিয়ানরা ৬৯টি মেডেল ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছেন।
১৪ বছর বয়সি সাঁতারু ধিনিধি দেসিঙ্ঘু কনিষ্ঠতম ও ৪৪ বছর বয়সি টেনিস তারকা রোহন বোপান্না প্রবীণতম ভারতীয় হিসাবে এবারের অলিম্পিক্সে মাঠে নামবেন। অর্থাৎ দুইজনের মধ্যে ৩০ বছরের বয়সের ব্যবধান রয়েছে।
অ্যাথলেটিক্স বিভাগে সর্বাধিক ২৯ জন ভারতীয় প্যারিসে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরেই দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন শ্যুটার রয়েছেন ভারতীয় দলে।
হরিয়ানা রাজ্য থেকে সর্বাধিক ২৪ অলিম্পিয়ান এবারে প্যারিসে ভারতের হয়ে পদক জয়ের আশায় নামবেন। এই ২৪ জনের মধ্যে আছেন নীরজ চোপড়াও। সেখানে পশ্চিমবঙ্গ থেকে মাত্র তিনজন এবারের অলিম্পিক্সে ভারতীয় দলের অংশ।
ভারতের ১১৭ জন অ্যাথলিট মোট ১৬টি ভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এবারের অলিম্পিক্সে দেশের হয়ে পাঁচ অলিম্পিক্স পদকজয়ীদের দেখা যাবে। এঁরা হলেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, লভলিনা বড়গোঁহাই, মীরাবাঈ চানু ও ভারতীয় হকি দল।
একমাত্র পারুল চৌধুরি এবং মানু ভানেকরই একাধিক ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করবেন। ছবি- পিটিআই ও টিম ইন্ডিয়া এক্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -