Vinesh Phogat: কেন পদক নিশ্চিত করে ফেলার পরেও বাতিল হলেন বিনেশ ফোগত? কী বলছে নিয়ম?
মঙ্গলবার রাত থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছিল গোটা দেশে। অলিম্পিক্সে ইতিহাস গড়ে কুস্তিতে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতের বিনেশ ফোগত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার রাতে ছিল ফাইনাল। গোটা দেশ স্বপ্ন দেখছিল, সোনা জিতবেন বিনেশ। গড়বেন ইতিহাস। কিন্তু বুধবার দুপুরে দুঃসংবাদ আছড়ে পড়ল। ওজন বেড়ে যাওয়ায় বিনেশকে বাতিল করা হল অলিম্পিক্স থেকে। রুপো দূরের কথা, কোনও পদকই পাবেন না বিনেশ!
কেন বাতিল হলেন বিনেশ? অলিম্পিক্স কুস্তির নিয়ম বলছে, প্রত্যেক পালোয়ানকে নির্দিষ্ট ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। বিনেশ যেমন লড়াই করছিলেন ৫০ কেজি বিভাগে। কুস্তিতে সাধারণত দুদিন মিলিয়ে হয় এক-একজন পালোয়ানের ইভেন্ট। প্রথম দিন প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হয়। পরের দিন হয় ফাইনাল।
নিয়ম হচ্ছে, সেই দুদিনই নির্দিষ্ট বিভাগের জন্য নির্ধারিত ওজনই ধরে রাখতে হবে পালোয়ানকে। বিনেশের ক্ষেত্রে যেমন দুদিনই ৫০ কেজি ওজন ধরে রাখার কথা।
মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ খেলেন ভারতীয় কুস্তিগীর। জেতেনও। ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেলেন। সেদিন তাঁর ওজন ৫০ কেজির ভেতরেই ছিল।
কিন্তু মঙ্গলবার রাতেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে। কারণ, দেখা যায় ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছে বিনেশের। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ওজন কমানোর যুদ্ধ। সারারাত ধরে শরীরচর্চা করেন বিনেশ। কী ছিল না সেই কসরতের রুটিনে? সাইক্লিং, জগিং, স্কিপিং। সারারাত ধরে কড়া অনুশীলন করেন। ওজন কমাতে মাথার চুল কেটে ফেলা হয়। এমনকী, সিরিঞ্জে করে রক্ত টেনে বার করেও ওজন কমানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি কোনও কোনও সূত্রে। তাতেও মোক্ষলাভ হয়নি।
বুধবার ফাইনালের দিন সকালে দেখা যায়, তাঁর ওজন ১০০-১৫০ গ্রাম বেশি হচ্ছে। তাতেই বাতিল হন বিনেশ। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারান। গেমস ভিলেজে হাসপাতালসে ভর্তি করতে হয় বিনেশকে।
নিয়ম হচ্ছে, একবারই ওজন মাপার মেশিনে দাঁড়াতে পারেন কুস্তিগীররা। সেখানে ওজনের সামান্যতম হেরফের মানেই বাতিল হয়ে পড়া।
ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে বাড়তি সময় চাওয়া হয়েছিল। আবেদন করা হয়েছিল, যাতে ম্যাচের আগে আর একবার ওজন মাপা হয়। যাতে মাঝের সময়ে ওজন নিয়ন্ত্রণে আনা যায়।
কিন্তু সেই দাবি মানা হয়নি। যে কারণে খালি হাতেই প্যারিস থেকে ফিরতে হচ্ছে বিনেশকে। স্বপ্নভঙ্গের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে গোটা দেশের কোটি কোটি মানুষকে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -