PICS Hardik Natasha Baby: ছেলের প্রথম জন্মদিন, স্মরণীয় করে রাখলেন হার্দিক জায়া নাতাশা
হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ট্যানকোভিচের সন্তানের জন্মদিন পালন। বেলুনে, কেকে ঘর সাজিয়ে দারুণভাবে আয়োজন ছিল তারকা দম্পতির সন্তানের জন্মদিনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহার্দিক- নাতাশার ছেলের নাম অগস্ত্য। ১ বছর পূর্ণ করল অগস্ত্য।
নাতাশা তাঁর ছেলেকে কোলে নিয়ে পোজ দিয়েছেন। হাসিমুখে কালো আউটফিটে দেখা গেল নাতাশাকে।
সন্তানের প্রথম জন্মদিন। নাতাশা সোশ্য়াল মিডিয়ায় হার্দিক ও তাঁর ফ্যানেদের জন্যও পোস্ট করেছেন বিভিন্ন ছবি।
ছোটো অগস্ত্যকে এদিন খুব মিষ্টি লাগছিল। কালো, সাদা আউটফিটে একেবারে যেন রাজপুত্রের মতো লাগছিল তাকে। মাথায় ছিল বার্থডে হ্যাট।
নীল ও কালো রঙয়ের বেলুনে সাজানো হয়েছিল গোটা ঘর। ছেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কোনও কসুর করেননি নাতাশা।
নিজের জন্মদিনে বেশ মজা করতে দেখা গেল অগস্ত্যকে। খোশমেজাজে বন্ধুদের সঙ্গে আনন্দ করল ছোটো অগস্ত্য।
গত বছর জানুয়ারিতে বাগদান পর্ব সেরেছিলেন হার্দিক- নাতাশা। গত বছর ৩০ জুলাই জন্ম হয় অগস্ত্যর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -