Qatar World Cup: বয়স শুধুই সংখ্যা মাত্র, কাতারেও প্রমাণ করার লক্ষ্যে ওঁরা
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ। সেই সময়কালে স্পেনের রাউল আলবিওলের বয়স হবে ৩৭ বছর ২ মাস ১৭ দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলিওনেল মেসি আসন্ন বিশ্বকাপে অন্যতম একজন বয়স্ক ফুটবলার। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন মেসি। তাঁর বয়স হবে ৩৫ বছর।
অলিভিয়ার জিরুড রয়েছেন তালিকায়। ফরাসি স্ট্রাইকারের বিশ্বকাপ শুরুর সময় বয়স হবে ৩৬ বছর ১ মাস ২২ দিন।
ব্রাজিলের অন্যতম তারকা অভিজ্ঞ প্লেয়ার থিয়াগো সিলভা। তাঁর বয়স বিশ্বকাপ শুরুর সময় হবে ৩৮ বছর ১ মাস ৩০ দিন।
তালিকায় নিঃসন্দেহে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন তিনিও। তাঁর বয়স হবে ৩৭ বছর ৯ মাস ১৬ দিন।
বেলজিয়ামের থমাস ভারমাইলিন এই তালিকায় অন্যতম একজন। বিশ্বকাপ শুরুর সময় তাঁর বয়সও হবে ৩৭ বছর ৭ দিন।
জার্মানির অভিজ্ঞ বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার রয়েছেন। তিনি ৩৬ বছর ৭ মাস ২৫ দিন বয়সে কাতার বিশ্বকাপ খেলতে নামবেন।
ব্রাজিলের মিরান্ডা ৩৮ বছর ২ মাস ১৪ দিন বয়সে কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন কাতারে।
তালিকায় আরেক ব্রাজিলীয় ড্যানি আলভেস। অভিজ্ঞ এই ডিফেন্ডারের কাতার বিশ্বকাপে নামার সময় বয়স হবে ৩৯ বছর ৬ মাস ১৫ দিন।
বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হয়ত খেলতে দেখা যাবে জাপানের ইজি কাউয়েসিমাকে। তিনি ৩৯ বছর ৮ মাস ১ দিন বয়সে খেলতে নামবেন বিশ্বকাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -