Rafael Nadal: নাদালের অবসর পরেও তাঁর এই রেকর্ডগুলি হয়তোই কেউ ভাঙতে পারবে
ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ডস্ল্যাম। সর্বকালের অন্যতম সেরা রাফায়েন নাদাল ১০ অক্টোবরই নিজের অবসরের কথা ঘোষণা করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক ভিডিও বার্তার মাধ্যমে নাদাল নিজের অবসরের কথা জানান। নভেম্বরে ডেভিস কাপের শেষ আটই তাঁর শেষ ইভেন্ট হবে বলে ঘোষণা করেন তিনি।
৩৮ বছর বয়সি নাদাল মোট ৯২টি ট্রফি জিতে এবং পুরস্কারমূল্য হিসাবে ১৩৫ মিলিয়ন নিয়ে অবসরে যাচ্ছেন।
'সুরকির কোর্টের রাজা' রাফায়েল নাদাল মোট ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন। এক গ্র্যান্ডস্ল্যাম এতবার জেতার রেকর্ড আর কারুর নেই।
একমাত্র খেলোয়াড় হিসাবে একই মরশুমে তিনটি সুরকির কোর্টের মাস্টার্স ১০০০ ও ফরাসি ওপেন জয়ের কৃতিত্ব রয়েছে নাদালের। ২০১০ সালে ঘটনাটি ঘটে।
চার ভিন্ন ইভেন্ট ১০ বারের বেশি জয়ের কৃতিত্বও কেবলমাত্র স্প্যানিশ কিংবদন্তিরই রয়েছে।
নাদাল ১৪টি ফরাসি ওপেনের পাশাপাশি ১২ বার বার্সেলোনা ওপেন, ১১ বার মন্টে কার্লো মাস্টার্স ও ১০ বার ইতালিয়ান ওপেন জিতেছেন।
নাদালই একমাত্র পুরুষ টেনিস খেলোয়াড় যিনি নাগাড়ে এক দশক ধরে প্রতি বছরই অন্ততই একটি স্ল্যাম জিতেছেন। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত নাদালের এই দৌড়টি চলে।
নাদালই একমাত্র পুরুষ টেনিস খেলোয়াড় যিনি নাগাড়ে এক দশক ধরে প্রতি বছরই অন্ততই একটি স্ল্যাম জিতেছেন। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত নাদালের এই দৌড়টি চলে। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -