Top T20I Wicket Takers: দ্বিতীয় স্থানে রয়েছেন রশিদ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী কারা?
আফগানিস্তানের বিরুদ্ধে গতকালই নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন শাকিব আল হাসান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়ে বাংলাদেশী তারকাই এই ফর্ম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারী।
শাকিবের শততম ম্যাচেই তিন উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন রশিদ খান।
গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার শাকিবের থেকে ৩২ ম্যাচ কম খেলে মাত্র সাত কম, ১১৫টি উইকেট নিয়েছেন।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী থাকলেও, বর্তমানে দুই থেকে তিনে নেমে গিয়েছেন টিম সাউদি।
১১৪টি উইকেট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছেন কিউয়ি ফাস্ট বোলার।
টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসাবে শতাধিক আন্তর্জাতিক উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি লসিথ মালিঙ্গা।
মালিঙ্গার দখলে রয়েছে ১০৭টি টি-টোয়েন্টি উইকেট।
সাউদি ছাড়াও এই তালিকায় রয়েছেন আরেক কিউয়ি। তিনি ইশ সোধি।
কিউয়ি লেগ স্পিনারের দখলে রয়েছে মোট ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -