Ravindra Jadeja's Marriage Story: পুত্রবধূর দিকেই আঙুল তুলেছিলেন জাডেজার বাবা, তারকা অলরাউন্ডারের সুন্দরী স্ত্রী রিভাবাকে চেনেন?
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তাঁর স্ত্রী রিভাবা জাডেজা। যিনি বিজেপি নেত্রীও। কিন্তু কে এই রিভাবা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাডেজার স্ত্রী রিভাবা সোলাঙ্কি ব্যবসায়ী হরদেভ সিংহ সোলাঙ্কি। এছাড়াও রিভাবার মা প্রফুল্লবা সোলাঙ্কি একজন প্রাক্তন রেলওয়ে কর্মচারী ছিলেন।
সোলাঙ্কির পরিবারের সদস্য হরি সিংহ সোলাঙ্কি একজন কংগ্রেস করতেন একটা সময়। রাজকোটে জন্ম নেওয়া রিভাবা ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন।
১৯৯০ সালের ২ নভেম্বর রাজকোটে জন্ম রিভাবার। জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রবীন্দ্র জাডেজাকে বিয়ে করেন সোলাঙ্কি। জাডেজার বোনের একটি পার্টিতে দুজনের প্রথম দেখা হয়েছিল। সেখান থেকেই প্রেম ও এরপর বিয়ে।
প্রথম দিকে কথা বলতে কিছুটা ইতস্তত বোধ করছিলেন জাডেজা। কিন্তু ধীরে ধীরে রিভাবার সৌন্দর্য্য ও কথা বলার ধরণ বেশ মন জয় করে নেয় তারকা অলরাউন্ডারের।
বিভিন্ন সময়ে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে স্টেডিয়ামে। ২০২৩ সালে আইপিএলে সিএসেকের বিভিন্ন ম্য়াচে ভিআইপি বক্সে দেখা গিয়েছে রিভাবাকে।
জাডেজা ও রিভাবার একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। সেই মেয়েরন নাম নিধ্যায়না।
সম্প্রতি জাডেজার বাবা একটি সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন যে ছেলে তাঁকে আর দেখে না। তিনি এমনও জানিয়েছিলেন যে রিভাবাই নাকি বাবার সঙ্গে সম্পর্ক রাখতে দেয় না রবীন্দ্রকে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার নিজেই।
জাডেজা নিজে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন। অন্য়দিকে রিভাবা স্বচ্ছল পরিবারের মেয়ে ছিলেন। তবে এখন ২ জনেই সুখে সংসার করছেন। রিভাবা এমনও জানিয়েছেন যে জাডেজাকে বিয়ে করার পর খেলার প্রতি আগ্রহ বেড়েছে তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -