UEFA League 2022 Final: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ী রিয়াল, হতাশাই সঙ্গী সালাহদের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের। লিভারপুলের বিরুদ্ধে ১-০ গোলে দুর্দান্ত জয় ফাইনালে। এই নিয়ে ১৪ বার ইউরোপ সেরা রিয়াল। (সব ছবি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। এই ব্রাজিলীয়র করা একমাত্র গোলেই ম্যাচে জয় পায় লস ব্ল্যাঙ্কোসরা।
রিয়ালের ম্যানেজার হিসেবে দ্বিতীয়বার ইউরোপ সেরা কার্লো আনসেলোত্তি। কেরিয়ারে মোট ৪ বার ম্যানেজার হিসেবে ইউরোপ সেরা হলেন আনসেলোত্তি।
ম্য়াচে না খেললেও রিয়ালের জার্সিতে আরও একবার ইউরোপ সেরা হলেন মার্সেলো। তবে এটাই হয়ত রিয়ালে তাঁর শেষ মরসুম।
১৫ গোল করে টুর্নামেন্টে সর্বােচ্চ গোলদাতা হলেন করিম বেঞ্জেমা। যদিও ফাইনালে গোল পাননি তিনি।
ম্যাচে দুর্দান্ত খেলেও গোলের মুখ খুলতে পারলেন না লিভারপুলের প্লেয়াররা। ম্যাচ শেষে হতাশা ঝড়ে পড়ছে তাঁদের।
গোটা ম্যাচে রিয়ালের তেকাঠির নিচে দুর্ভেদ্য ছিলেন থিবো কুর্তোয়া। এই গোলরক্ষক একের পর এক অবিশ্বাস্য সেভ করলেন গোটা ম্যাচে।
ফাইনালের পর ট্রফি নিয়ে সেলিব্রেশন বেঞ্জেমার। রিয়ালের স্ট্রাইকিং লাইন আপে তিনি ছিলেন এবার অনবদ্য।
ম্যাচের পর মাঠেই বসে পড়েছেন মোহাম্মদ সালাহ। অন্য়দিকে জয়ের আনন্দে মেতে উঠেছেন রিয়ালের ফুটবলাররা।
রিয়ালের মাঝমাঠের ত্রিমূর্তি। টনি ক্রুস, ক্যাসেমিরো ও লুকা মদ্রিচ। তিন জনেই এই নিয়ে পাঁচবার রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -