Rishabh Pant Accident: মুখের ক্ষত ঢাকতে প্লাস্টিক সার্জারি পন্থের, হাঁটু ও গোড়ালির চোট ভাবাচ্ছে চিকিৎসকদের
উদ্বেগে ছিল তামাম ভক্তকুল। তবে রাতের দিকে এল কিছুটা স্বস্তির খবর। জানা গেল, ঋষভ পন্থের (Rishabh Pant) মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি। যা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পন্থ। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল।
সেই রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। পাশাপাশি তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে এদিনই।
তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি এদিন। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও।
ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না।
দেহরাদূনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকও তাঁর হাঁটু ও গোড়ালির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তবে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।
চিকিৎসকদের ভাবাচ্ছে পন্থের হাঁটু ও গোড়ালির চোট। এমআরআই করা না গেলে বোঝাই যাবে না, চোট কতটা গুরুতর।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে প্রাথমিকভাবে জানিয়েছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে পন্থের। তবে এমআরআই স্ক্যান করালে চোটের প্রকৃত অবস্থা বোঝা যাবে।
মুখে, বিশেষত ভ্রু-র ওপরের গভীর ক্ষত ঢাকতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। ছবি - পন্থের ফেসবুক থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -