Santosh Trophy: সন্তোষের ফাইনালে বাংলা, রঞ্জনের হাত ধরেই কি ফের ঘরে আসছে খেতাব?
ফের সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা। মণিপুরকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা। (সব ছবি সৌজন্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসন্তোষ ট্রফির ফাইনালে সর্বাধিক ৩২ বার খেতাব জিতেছে বাংলা। সবচেয়ে বেশি ফাইনালও খেলা দল বাংলা।
খেলার দ্বিতীয় মিনিটেই গোলের সু্যোগ আসে বাংলার সামনে। সুজিত সিংহের দূরপাল্লার শট জালে জড়িয়ে যায়।
বাংলার হয়ে দ্বিতীয় গোলটি এটিকে মোহনবাগানে থাকা ফারদিন আলির। সাত মিনিটের মাথায় গোল করেন তিনি।
প্রথমার্ধে বাংলা আর সু্যোগ পায়নি। মণিপুরের দলটি আক্রমণ বাড়িয়ে নেয়। কিন্তু বাংলার তেকাঠির নিচে থাকা প্রিয়ন্ত দুর্দান্ত জোড়া সেভ করেন।
৭৪ মিনিটে বাংলার তৃতীয় গোলটি করেন দিলীপ ওঁরাও। কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি।
২ মে কেরলের বিরুদ্ধে সন্তােষ ট্রফির ফাইনালে খেলতে নামবে রঞ্জন ভট্টাচার্যের বাংলা দল।
এবারের সন্তোষ ট্রফিতে একমাত্র কেরলের কাছেই পরাজিত হয়েছে বাংলা। কেরল বাংলাকে ২-০ গোলে হারিয়েছিল।
তবে পাঞ্জাবকে ১-০, মেঘালয়কে ৪-৩ ও রাজস্থানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলা।
এই প্রতিযোগিতায় ৩২ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৩ বার রানার্সও হয়েছে বাংলা। ফের বাংলার সামনে সন্তোষ ট্রফি জয়ের হাতছানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -