korea Open 2023: ফের সাফল্য ব্যাডমিন্টনে, বছরের তৃতীয় বিডব্লুএফ টুর্নামেন্ট জিতলেন সাত্ত্বিক-চিরাগ
ব্যাডমিন্টনে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। আরও ভাল করে বললে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির সাফল্যের ধারা অব্যাহত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাসখানেক আগেই অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন জিতেছিলেন সাত্ত্বিকরা। এবার জিতলেন কোরিয়ান ওপেন।
টুর্নামেন্টের শীর্ষ বাছাই তথা বিশ্বের এক নম্বর পুরুষ শাটলার জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে পরাজিত করলেন ভারতীয় তারকারা।
প্রথম গেমে পিছিয়ে পড়লেও পরের দুই গেমে ইন্দোনেশিয়ান জুটিকে দাঁড়াতেই দেননি পুলেল্লা গোপীচাঁদের দুই ছাত্র।
১৭-২১, ২১-১৩, ২১-১৪ স্কোরলাইনে ম্যাচ জিতলেন সাত্ত্বিক-চিরাগ।
চলতি বছর সাত্ত্বিক-চিরাগদের ঝুলিতে চলে এল তৃতীয় খেতাব। সুইস ওপেন, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ও ইন্দোনেশিয়া ওপেন জিতে ফেললেন বিশ্বের তিন নম্বর জুটি।
এই নিয়ে বিডব্লুএফ বিশ্ব ট্যুরে নাগাড়ে দশ ম্যাচ অপরাজিত রইলনে সাত্ত্বিক-চিরাগ।
প্রসঙ্গত, গত এপ্রিলে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ সোনা জিতেছিলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -