Shane Warne: ২২ গজের বাইরেও ওয়ার্নের জীবন ছিল রোমাঞ্চকর
৫২ বছর বয়সেই প্রয়াত হয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্টে ৭০৫ উইকেটের মালিক ওয়ার্ন ২২ গজের বাইরেও ছিলেন এক অসাধারণ চরিত্র।
১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম হয়েছিল ওয়ার্নের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ১৯৯২ সালে। এরপরের বছরই অ্যাশেজে মাইক গ্যাটিংকে অভিনব বলে বোল্ড করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
সেই বলটি শতাব্দীর সেরা বল হিসেবে অ্যাখা দেওয়া হয়। বিশ্বের প্রথম স্পিনার হিসেবে টেস্টে সাতশো উইকেটের মালিক হয়েছিলেন তিনি।
খুব কম মানুষই জানেন যে শেন ওয়ার্নের দুই চোখের রঙই আলাদা। তার একটি চোখ নীল এবং অন্যটি সবুজ।
২০০৬ সালে ওয়ার্নের বিরুদ্ধে প্রায় হাজার জন মহিলার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ওঠে। যদিও পরে তা ওয়ার্ন অস্বীকার করেন।
ওয়ার্ন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নিজের ফাউন্ডেশন গড়ে তোলেন। গুরুতর অসুস্থ এবং দুর্বল শিশুদের জন্য কাজ করে সেই ফাউন্ডেশন।
১৯৯৫ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পিচ সম্পর্কে এক বুকিকে জানানোর পর ভারি জরিমানাও করা হয়েছিল ওয়ার্নের ওপর।
হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত যথেষ্ট স্বাভাবিক ছিলেন শেন ওয়ার্ন। টিভি দেখেছিলেন, প্রাতরাশ করেছিলেন এবং বন্ধুদের সঙ্গে আড্ডাও মেরেছিলেন।
এক সূত্র মারফৎ জানা গিয়েছে যে, সেই আড্ডায় উঠে এসেছিল আইপিএল-এর কথাও। সম্প্রতি এক প্রতিবেদনে সে কথাই লিখেছেন মৃত্যু হওয়ার আগে ওয়ার্নের সঙ্গে থাকা তাঁর বন্ধু তথা সাংবাদিক টম হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -