IPL 2024 Auction: শার্দুল থেকে উমেশ, আইপিএলের নিলামে দেখা যাবে এই ১০ তারকা ভারতীয় ক্রিকেটারকে
দেশের জার্সিতে তিন ফর্ম্যাটেই খেলেছেন। শার্দুল ঠাকুর ১০টি টেস্ট, ৪৭টি ওয়ান ডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর বেস প্রাইস ২ কোটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের জার্সিতে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন হর্ষল পটেল। ৩৩ বছরের এই পেসারের বেস প্রাইসও ২ কোটি টাকা।
ডানহাতি এই পেসার ৫৭টি টেস্ট, ৭৫টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন দেশের জার্সিতে। তাঁর বেস প্রাইসও ২ কোটি ।
করুন নায়ার টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন। বেস প্রাইস তাঁর ৫০ লক্ষ টাকা। ৬টি টেস্ট খেলেছিলেন তিনি।
দেশের জার্সিতে ৫টি টেস্ট খেলা কে এস ভরত নিলামে তাঁর বেস প্রাইস রেখেছেন ৫০ লক্ষ টাকা।
বাঁহাতি চেতন সাকারিয়া দেশের জার্সিতে ১টি ওয়ান ডে ও ২টো টি-টোয়েন্টি খেলেছেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে খেলেছেন সাকারিয়া
হনুমা বিহারীও রয়েছেন তালিকায়। টেস্টে দেশের জার্সিতে ১৬ ম্যাচ খেলেছেন। বেস প্রাইস রেখেছেন ৫০ লক্ষ টাকা।
সিদ্ধার্থ কৌল রয়েছেন তালিকায়। দেশের জার্সিতে ৩টি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলেছেন। বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।
মণীশ পান্ডে দেশের হয়ে ২৯টি ওয়ান ডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন। বেস প্রাইস রেখেছেন মণীশ ৫০ লক্ষ টাকা।
২৫ বছরের তরুণ পেসার শিভম মাভির বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। দেশের জার্সিতে ৬টি টি-টোয়েন্টি খেলেছেন শিভম মাভি
জয়দেব উনাদকাট আইপিএলে লখনউ সুপারজায়ান্টস দলের হয়ে খেলেন। ৪টি টেস্ট, ৮টি ওয়ান ডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। বেস প্রাইস ৫০ লক্ষ টাকা রেখেছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -