Shubman Gill: হাফসেঞ্চুরি করেই ব্যাট বদলেছিলেন, কারণ জানালেন জয়ের নায়ক শুভমন
প্রিয় জায়গা ওপেনিং। যদিও অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) অভিজ্ঞ শিখর ধবনের (Shikhar Dhawan) সঙ্গে ইনিংস ওপেন করায় শুভমন গিলকে (Shubman Gill) নামতে হয়েছিল তিন নম্বরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিন নম্বরে নেমেও ফুল ফোটালেন পঞ্জাবের তারকা। শেষ পর্যন্ত মাত্র ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি।
ভারতের শুরুটা ভাল হয়। প্রথম উইকেটে ৬৩ রান ওঠার পর ফিরে যান রাহুল (৩০)। ৪০ রান করে ফেরেন ধবন। তবে টলানো যায়নি গিলকে।
তিনি কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরিটা করেন। ঈশান কিষাণ করেন হাফসেঞ্চুরি।
ভারতের ২৮৯/৮ স্কোর তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ২৭৬ রানে অল আউট হয়ে যায়। ১৩ রানে ম্যাচ জেতে ভারত।
ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন শুভমনই।
হাফসেঞ্চুরি করার পর ব্য়াট বদলাতে দেখা গিয়েছিল শুভমনকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, ব্যাটটা এতই ভাল ছিল যে, সেটা সুরক্ষিত রাখতে চেয়েছিলেন ভবিষ্যতের জন্য। তাই ব্যাট পাল্টে নেন।
এদিন বাউন্ডারি লাইনে সিকন্দর রাজার ক্যাচও শুভমন ধরেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায়। তাতেই বদলে যায় ম্যাচের রং।
শুভমন এদিন সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ডও ভেঙেছেন। তাঁর ১৩০ রানই এখন জিম্বাবোয়ের মাটিতে ওয়ান ডে-তে কোনও ভারতীয়র খেলা সর্বোচ্চ রানের ইনিংস। - ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -