Sourav Ganguly: দীর্ঘ ক্রিকেটজীবনে রেকর্ডের ছড়াছড়ি, এক ঝলকে তাঁরই কিছু টুকরো মুহূর্ত
রবিবারে দুপুরে কিংবা গরমের ছুটির বিকেলে ব্যাট-বল হাতে মাঠে বা পাড়ার গলিতে নেমে পড়ে বাঙালির শৈশব-কৈশোর। পাগলামি বলা হোক বা ভালবাসা--ক্রিকেটের প্রতি বাঙালির যা কিছু আছে তার হয়তো পুরোটাই একজনেরই জন্য, সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালির কাছে অন্তত ক্রিকেট আর সৌরভ সমার্থক। ছবি: গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, ৮ জুলাই তাঁরই জন্মদিন। ভারতের ক্যাপ্টেন থেকে বিসিসিআইয়ের সভাপতি সব চরিত্রেই স্বমহিমায় দাপট দেখিয়েছেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। খেলোয়াড় জীবনেও অসামান্য কিছু রেকর্ড রয়েছে তাঁর। একবার দেখে নেওয়া যাক সেগুলি। ছবি: গেটি
সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একজন ক্রিকেটার, যিনিই একমাত্র চারটি পরপর একদিনের ম্যাচে 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন। ছবি: গেটি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি তিনটি শতরান করেছেন। ছবি: গেটি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাঁর গড়া রানের রেকর্ডই সর্বোচ্চ। ছবি: গেটি
একদিনের ক্রিকেটে ১০ হাজার রান, ১০০ টি উইকেট এবং ১০০টি ক্যাচ। ঝুলিতে এই সবকটিই রয়েছে, এমন ক্রিকেটার রয়েছেন হাতেগোনা কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও। ছবি: গেটি
টেস্ট ক্রিকেটে তাঁর দাপট সর্বজনবিদিত। 'অফের রাজা' বলা হয় তাঁকে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪০ এর উপরে। ছবি: গেটি
ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচে ১৮৩ রান রয়েছে তাঁর। ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচে ওটাই সর্বোচ্চ রানের রেকর্ড। ছবি: গেটি
টেস্টে অভিষেক ম্যাচে শতরান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আর উল্টোদিকে শেষ টেস্ট ইনিংসে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেনে তিনি। ছবি: গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -