Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর পার, ফিরে দেখা সুনীল ছেত্রীর বর্ণময় কেরিয়ার
আজ থেকে ১৭ বছর আগে আজকের দিনেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে রেকর্ড ৬ বার সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন সুনীল। ১৯৯২ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে এআইএফএফ।
গত বছর ১৩ নভেম্বর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন সুনীল ছেত্রী।
সুনীল ভারতের বিভিন্ন ক্লাব ছাড়াও স্পোর্টিং লিসবন, মেজর লিগ সকার ও আরও নানা ক্লাবে খেলেছেন।
ভারতের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়েছেন সুনীল ছেত্রী। এছাড়াও দেশের জার্সিতে সর্বােচ্চ গোলদাতাও সুনীল।
কেরিয়ারে তিনটি হ্যাটট্রিক রয়েছে সুনীল ছেত্রী। ২০০৮ সালে কাজিখিস্তান, ২০১০ সালে ভিয়েতনাম ও ২০১৮ সালে চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুনীল।
২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের পর থেকে ১২৮ ম্যাচে ৮৩ গোল করেছেন সুনীল।
একমাত্র ভারতীয় ফুটবলার যিনি এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার ক্লাবে খেলেছেন।
আইএসএলেও দুটো হ্যাটট্রিক করেছিলেন সুনীল। ২০১৫ সালে নর্থ ইস্ট ইউনাইটেড ও ২০১৮ সালে পুণে সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।
আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যার বিচারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭) সবার ওপরে রয়েছেন। দ্বিতীয় স্থানে মেসি (৮৬) ও তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ছেত্রী (৮৩)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -