Suryakumar Yadav: বাণিজ্যের স্নাতকই বাইশ গজে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি! জন্মদিনে সূর্য-কাহিনি
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর সূর্যকুমার যাদবের জন্মদিন। ৩৩ পূর্ণ করলেন ভারতীয় দলের ক্রিকেটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি। সূর্যকুমার যাদব উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।
এ বি ডিভিলিয়ার্সের পর শটে এত বৈচিত্র বিশ্বক্রিকেটের আর কোনও ব্যাটারের নেই।
বাণিজ্যে স্নাতক সূর্যকুমার। ২০১০ সালে মুম্বইয়ের আর এ পোদার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকনমিক্সে পড়াশোনা করার সময় দেবিশা শেট্টির সঙ্গে আলাপ হয় তাঁর।
পরে সেই সম্পর্কই পরিণতি পায়। ২০১৬ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।
সূর্যকুমার যাদবের বাবা অশোক কুমার যাদব ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে কর্মরত। কর্মসূত্রেই তাঁর উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে আসা।
পার্সি জিমখানা ক্রিকেট ক্লাবের হয়ে মুম্বইয়ের স্থানীয় ক্রিকেট খেলা শুরু করেন সূর্যকুমার। ২০১০-১১ মরশুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় সূর্যর।
সতীর্থরা মজা করে তাঁকে ডাকেন 'স্কাই' নামে। ভারতের হয়ে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন।
ভারতের জার্সিতে ২৬টি ওয়ান ডে ম্যাচে ৫১১ রান রয়েছে সূর্যকুমারের। করেছেন ২টি হাফসেঞ্চুরি।
৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮৪১ রান রয়েছে স্কাইয়ের। রয়েছে ৩টি সেঞ্চুরি। ১৭২-এরও বেশি স্ট্রাইক রেট রেখে রান করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -