T20 WC 2022: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কাড়তে পারেন এই পাঁচ তারকা অলরাউন্ডার
বিশ্বের সেরা অলরাউন্ডারদের কথা বললে শাকিব আল হাসানের নাম একেবারে প্রথম সারিতেই আসবে। ব্যাটিং বা বোলিং, উভয় বিভাগেই একা হাতে দলকে জেতাতে সক্ষম বাংলাদেশ অধিনায়ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপের ঠিক আগেই পরপর দুই ম্য়াচে দুই অর্ধশতরান করেছেন শাকিব। তাই তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
গত বছরের বিশ্বকাপ ফাইনালের ম্য়াচ সেরা হয়েছিলেন মিচেল মার্শ। সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম এবং পারফরম্যান্স এক কথায় অনবদ্য।
ব্যাট হাতে টপ অর্ডারে খেলার পাশাপাশি ১৪০ কিমি প্রতি ঘণ্টার অধিক গতিতে বলও করতে সক্ষম মার্শ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এশিয়া কাপেও সিরিজ সেরা হন তিনি।
বোলার হিসাবে তিনি বর্তমানে অন্যতম সেরা তো বটেই। তবে এশিয়া কাপের ফাইনালে ব্যাটার হাসারাঙ্গাও নিজের দক্ষতার প্রদর্শন দেন। তাঁকে ভুলে গেলে চলবে না।
ব্যাটিং, বোলিং, ফোল্ডিং, তিন বিভাগেই সমানভাবে দক্ষ ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বের যে কোনও দলই স্টোকসকে নিজেদের দলে নিতে আগ্রহী হবে।
দীর্ঘ সময় পর সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন স্টোকস। ওয়ান ডে থেকেও অবসর নিয়ে নিয়েছেন। তাই টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি কেমন করেন, সেইদিকে সকলের নজর থাকবে।
ভারতীয় দলের সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য হলেন হার্দিক পাণ্ড্য। গোটা দলকে তিনি ভারসাম্য প্রদান করেন।
ব্যাট হাতে হার্দিক বরাবরই নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে পিঠের চোট সারিয়ে তিনি বোলিংও করা শুরু করে দিয়েছেন এবং বল হাতে বেশ সাফল্যও পেয়েছেন। তাঁর দিকে কিন্তু বিশ্বকাপে নজর থাকবেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -