Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Deodhar Trophy 2023: দেওধর ট্রফিতে এবার নজর কেড়েছেন, তালিকায় সেরা পাঁচ ক্রিকেটার
তালিকায় সবার প্রথমে রয়েছেন রিয়ান পরাগ। গত ২ সপ্তাহে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন রিয়ান পরাগ। সর্বাধিক রান সংগ্রহ করে ৩৫৪ রানের মালিক হয়েছেন রিয়ান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ডানহাতি তরুণ অলরাউন্ডার টুর্নামেন্টের সর্বাধিক ছক্কার মালিকও হয়েছেন। এছাড়াও তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি তিনি। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন।
তালিকায় রয়েছেন কর্ণাটকের অভিজ্ঞ ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই ডানহাতি এবারের দেওধরে।
এবারের দেওধর ট্রফিতে ৬ ইনিংসে ৩৪১ রান ঝুলিতে পুরেছেন। প্রথমে থাকা রিয়ান পরাগের থেকে ১৩ রান দূরে রয়েছেন।
দক্ষিণাঞ্চলের হয়ে খেলা তরুণ ওপেনার রোহন কুন্নুমাল ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে ২টো শতরানের পার্টনারশিপ ও ১টি শতরানের কাছাকাছি পার্টনারশিপ গড়েছেন।
টুর্নামেন্টে উত্তরাঞ্চলের বিরুদ্ধে লড়াকু ৭০ রানের ইনিংস খেলেছিলেন বিধ্বংসী বোলিং সামলে। ফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছিল ১০৭ রানের ইনিংস।
বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদও রয়েছেন তালিকায়। টুর্নামেন্টের অন্যতম সেরা স্পিন বোলার ছিলেন তিনি।
এবারের দেওধর ট্রফিতে শাহবাজের সংগ্রহ ঝুলিতে পাঁচ ম্যাচে ১২ উইকেট। দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি তিনি।
২৪ বছরের ভিদ্যাত কাভেরাপ্পা দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। দেওধরেও সেই পারফরম্যান্স বজায় রেখেছেন।
এবারের দেওধর ট্রফিতে ১৩ উইকেট ঝুলিতে পুরেছেন ভিদ্যাত কাভেরাপ্পা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -