US Open 2022: বয়স মাত্র ১৯, ইউ এস ওপেনের নতুন সম্রাট কার্লোজ আলকারাজ
ইউ এস ওপেন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোজ আলকারাজ। মাত্র ১৯ বছর বয়সেই গ্র্য়ান্ডস্লাম জয় কার্লোজের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে খেতাব জিতলেন আলকারাজ। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
খেলার ফল আলকারেজের পক্ষে ৬-৪, ২-৬, ৭-৬ (১), ৬-৩।
স্পেনের তরুণ এই টেনিস তারকা তাঁর কেরিয়ারের অষ্টম বড় টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। প্রথম কোনও গ্র্যান্ডস্লাম জিতলেন।
প্রতিপক্ষ ক্যাসপার রুড নরওয়ের টেনিস প্লেয়ার। তিনি চলতি বছর এর আগে ফরাসি ওপেনে রানার্স আপ হয়েছিলেন।
প্রথম সেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় সেটেই হেরে যান আলকারেজ। দারুণভাবে ম্যাচে ফিরে আসেন ক্যাসপার রুড।
প্রথম, তৃতীয় ও চতুর্থ সেট জিতে খেতাব জিতে যায় কার্লোজ আলকারাজ।
প্রখর বুদ্ধি, দুর্দান্ত এনার্জি, দ্রুত রিসিভ করার ক্ষমতা আলকারাজকে এগিয়ে রেখেছিল রুডের থেকে।
তৃতীয় সেট টাইব্রেকারে ৭-৬ (৭-১) জিতে যান আলকারাজ। চতুর্থ সেটে স্প্যানিশ তরুণ আর সুযোগ দেননি রুডকে।
ম্যাচ জিতে আলকারাজ বলেছেন, ''ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম , একদিন এই জায়গায় পৌঁছব। এই দিনটা দেখার জন্য প্রচুর পরিশ্রম করেছি। কেমন লাগছে সেটা বলে বোঝাতে পারব না।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -