Sourav Ganguly Love Story: লুকিয়ে বিয়ে করেই শ্রীলঙ্কা উড়ে যান সৌরভ, বাড়িতে জানাজানি হল কীভাবে?
বিয়ে করেছিলেন বাড়িতে না জানিয়ে। তারপরই চলে গিয়েছিলেন বিদেশ সফরে। ভেবেছিলেন, ফিরে এসে পরিবারের সকলকে বলবেন। অথচ বিধি বাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখবর ফাঁস হয়ে গেল এমন একজনের কাছ থেকে, যিনি নিজে হাতে আইনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন! তাঁকে পইপই করে নিষেধ করা সত্ত্বেও, খবরটা সংবাদমাধ্যমে জানিয়ে দেন।
ম্যারেজ রেজিস্ট্রারই ডোনার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিয়ের খবর ফাঁস করে দেন। শোরগোল পড়ে যায় গঙ্গোপাধ্যায় পরিবারে। হইচই শুরু হয়ে গিয়েছিব ভারতীয় ক্রিকেটেও।
ম্যারেজ রেজিস্ট্রারই ডোনার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিয়ের খবর ফাঁস করে দেন। শোরগোল পড়ে যায় গঙ্গোপাধ্যায় পরিবারে। হইচই শুরু হয়ে গিয়েছিব ভারতীয় ক্রিকেটেও।
সৌরভ নিজেই পরে জানান, ডোনার (Dona Ganguly) সঙ্গে বিয়ের সেই কাহিনি। যা ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে। খেলার মাঠের প্রেমকাহিনি অনেক সময় সিনেমার গল্পকেও যেন হার মানায়।
আর ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricket Team) প্রেমকাহিনি তো সিনেমার মতোই। সচিন তেন্ডুলকর-অঞ্জলি থেকে শুরু করে হালের রোহিত শর্মা-রীতিকা সাজদে, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কে এল রাহুল-আথিয়া শেট্টি, তালিকাটা লম্বা।
সৌরভের প্রেম ও বিয়ের (Sourav Ganguly Marriage) গল্প অবশ্য ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে যেন সবচেয়ে রোমহর্ষক। ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসে জার্সি খুলে ওড়ানোর মতোই রোমাঞ্চকর। বাড়ির কেউ জানতেনই না যে, কনিষ্ঠ পুত্র বিয়ে সেরে ফেলেছে!
সৌরভের ঘনিষ্ঠ বৃত্তে খোঁজ নিলেই শোনা যায় সেই গল্প। বাল্যবন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস, ছায়াসঙ্গী ও প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়দের চোখে যেন এখনও সেই পর্ব ভাসে।
ডোনার সঙ্গে দীর্ঘদিনের প্রেম সৌরভের। যদিও সেই সম্পর্ক নিয়ে বাড়ির সকলে যে খুব একটা খুশি ছিলেন, তেমন শোনা যায় না। বরং রক্ষণশীল গঙ্গোপাধ্যায় পরিবারের বেশ আপত্তিই ছিল বলে এখনও কানাঘুষো। সঙ্গে সংবাদমাধ্যমের আগ্রহ। ইডেনে সৌরভ প্র্যাক্টিস করতে যান বা বাংলার হয়ে ম্যাচ খেলতে, সর্বদা যেন লেন্স তাক করে থাকত। বাধ্য হয়ে ইডেন থেকে বন্ধু ও বাংলা দলের সতীর্থ জয়দীপ মুখোপাধ্যায়ের গাড়ি নিয়ে ডোনার সঙ্গে দেখা করতে যেতেন সৌরভ। পাছে তাঁর নিজের গাড়িতে গেলে সংবাদমাধ্যম ধাওয়া করে! ১৯৯৬ সালের ১২ অগাস্ট। আইনি বিয়ে সারেন সৌরভ ও ডোনা। যে বিয়ের সাক্ষী ছিলেন সৌরভের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের হাতে গোনা কয়েকজন।
আইনি বিয়ে সম্পন্ন করেই শ্রীলঙ্কায় উড়ে যান সৌরভ। জাতীয় দলের হয়ে খেলতে। আর তার মাঝেই প্রকাশ্যে চলে আসে সৌরভ-ডোনার বিয়ের কাহিনি। যা চমকে দিয়েছিল স্বয়ং সৌরভকেও। জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ বৃত্তে শোনা গেল, শ্রীলঙ্কায় সিঙ্গার কাপ ওয়ার্ল্ড সিরিজ খেলার সময়ই সংবাদপত্রে সৌরভ-ডোনার বিয়ের খবর প্রকাশিত হয়। যা দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন সৌরভের বাবা, প্রাক্তন সিএবি সচিব চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। সটান ফোন করে বসেন বাড়ির ছোট ছেলেকেই। জিজ্ঞেস করেন, সংবাদপত্রে যা প্রকাশিত হয়েছে তা আদৌ সত্যি কি না। তারপর? মধুরেণ সমাপয়েৎ। দেশে ফেরার পর সৌরভ-ডোনার সম্পর্ক ও বিয়েতে সিলমোহর দেয় গঙ্গোপাধ্যায় ও রায় পরিবার। ঠিক হয়, আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে দুজনের। সেই মতো দিনও ধার্য হয়। ২১ ফেব্রুয়ারি, ১৯৯৭। রেজিস্ট্রি ম্যারেজের ৬ মাস পর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ-ডোনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -