Glenn Maxwell-Vini Raman Wedding: বিয়ের সাজে কেমন লাগছে গ্লেন ম্যাক্সওয়েল-বিনি রমনকে?
ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। শুক্রবার তাঁদের বিয়ে হয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/gmaxi_32/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন ম্যাক্সওয়েল ও তাঁর স্ত্রী। বহু মানুষ তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
বিয়ের পর ইনস্টাগ্রাম স্টোরিতে আংটি পরা আঙুলের ছবি দেন ম্যাক্সওয়েল। তাতে বিনি লেখেন, ‘ভালবাসা হল পূর্ণতার সন্ধান। তোমার সঙ্গে আমি সম্পূর্ণ। মিস্টার অ্যান্ড মিসেস ম্যাক্সওয়েল। ১৮.০৩.২০২২।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
২০১৭ সালে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বিনির সঙ্গে ম্যাক্সওয়েলের ছবি দেখা যায়। এরপর থেকেই ক্রিকেটমহলে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসে প্রথমবার বিনি ও ম্যাক্সওয়েলকে একসঙ্গে দেখা যায়। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
২০২০ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বাগদানের কথা ঘোষণা করেন বিনি ও ম্যাক্সওয়েল। এবার তাঁরা বিয়ে করলেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
তামিল পরিবারের মেয়ে বিনি পেশায় ফার্মাসিস্ট। তিনি মেলবোর্নের বাসিন্দা। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
বিনির বাবা বেঙ্কট রমন ও মা বিজয়লক্ষ্মী বহুদিন ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন। তাঁরা আদতে তামিলনাড়ুর বাসিন্দা। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
ম্যাক্সওয়েল ও বিনির বিয়ে নিয়ে বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়। দুই পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু আমন্ত্রিত ছিলেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। তাঁর সতীর্থরাও বিয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/vini.raman/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -