Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: সাড়ে ছয় ফুটের উচ্চতা, পেয়েছিলেন কিংবদন্তি ওয়ার্নের গুরুমন্ত্রও, কে এই শোয়েব বসির?
রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে নিয়ে আলোচনা চারিদিকে। টানা ৪ উইকেট তুলে নিয়েছেন ভারতের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারতের স্কোর দ্বিতীয় দিনে ২১৯/৭। শোয়ব ৩২ ওভারে ৮৪ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।
সারেতে জন্ম হলেও বসিরের বাবা মা পাকিস্তানের। পরবর্তীতে ইংল্যান্ডে চলে আসেন তাঁরা।
রাজস্থান রয়্যালসের লন্ডনে যে অ্যাকাডেমি, সেখানে প্রয়াত শেন ওয়ার্নের সান্নিধ্যে এসেছিলেন। সেখানে কিংবদন্তি লেগস্পিনারের থেকে গুরুত্বপূর্ণ টিপসও পেয়েছিলেন তরুণ এই স্পিনার।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে শেন ওয়ার্নের সঙ্গে কথা হয়েছিল শোয়েব বসিরের। মাত্র ১৬ বছর বয়স ছিল তাঁর।
৬ ফুট ৪ ইঞ্চির বসির ইংল্যান্ডের হয়ে ভারতের মাটিতে টেস্ট অভিষেক করেন। আন্তর্জাতিক ক্রিকেটে বসিরের প্রথম শিকার ভারত অধিনায়ক রোহিত শর্মা।
রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে শোয়েবের প্রথম শিকার হন শুভমন গিল। এরপর রজত পাতিদার, যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাডেজাকে ফিরিয়ে দেন তিনি।
২০২২ সালে সমারসেটের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে, বশির গিল্ডফোর্ডের হয়ে ক্লাব ক্রিকেট , সারে এবং মিডলসেক্সের সাথে বয়সভিত্তিক ক্রিকেট এবং বার্কশায়ারের হয়ে মাইনর কাউন্টি ক্রিকেট খেলেছিলেন।
২০২৩ সালে প্রথমবার ইংল্য়ান্ড লায়ন্স ক্রিকেট দলে সুযোগ পান। আফগানিস্তান বি দলের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে সেই ম্য়াচে ১৫ ওভার বল করে ৪২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।
৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার একজন অফ-স্পিনারের জন্য তিনি অপেক্ষাকৃত লম্বা। উচ্চতা থাকা সত্ত্বেও তিনি কখনও পেস বোলিং করার চেষ্টা করেননি ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -