World Cup : স্পিনঘূর্ণিতে আফগানদের ইংল্যান্ড বধ, বিশ্বকাপের আফগানিস্তানের বিরাট জয় যে পথে
আফগান স্পিনত্রয়ীর ফাঁদে নাস্তানাবুদ হতে হল ইংল্যান্ড দলকে। মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), রশিদ খান (Rashid Khan) তিনটি করে উইকেট নেন। দুইটি উইকেট নেন মহম্মদ নবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্য়ান্ডের হয়ে একমাত্র হ্যারি ব্রুকই (Harry Brook) লড়াই করেন। তিনি ৬৬ রানের ইনিংস খেলেন।
২০১৫ সালে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল আফগানিস্তান। সেইবার স্কটল্যান্ডকে হারিয়েছিলেন মহম্মদ নবিরা।
তারপর থেকে মেগা টুর্নামেন্টে নাগাড়ে ১৪টি ম্যাচে হারতেই হয়েছে আফগানদের। তবে সেই হারের ধারা অবশেষে থামল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ইংল্যান্ডের উদ্দেশে ২৮৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়।
জবাবে ইংল্যান্ড শুরুটাই ভাল করতে পারেনি। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই জনি বেয়ারস্টোকে দুই রানে সাজঘরে ফেরান ফজলহক ফারুখি। ইংল্যান্ড ব্যাটিংয়ে বড় ভরসা জো রুটও ১১ রানের বেশি করতে পারেনি।
এরপর গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ইনিংসের হাল ধরেন হ্যারি ব্রুক ও গত ম্যাচে শতরান হাঁকানো ডেভিড মালান। তবে মালানকে মহম্মদ নবি ৩২ রানে ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে নয় রানে নবীন উল হক আউট করার পরেই আফগানিস্তান ম্যাচের রাশ সম্পূর্ণরূপে নিজেদের দখলে নিয়ে নেয়।
একদিকে যেখানে তরুণ হ্যারি ব্রুক রশিদ খানের স্পিন জাল কাটিয়ে দলের ইনিংস বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, অপরদিকে সেখানে ইংল্যান্ডের মিডল অর্ডার ধস নামান রশিদরা।
লিয়াম লিভিংস্টোন (১০), স্যাম কারান (১০), ক্রিস ওকস (৯) কেউই ব্রুককে সঙ্গ দিতে পারেননি। শেষমেশ ব্রুকও সেই স্পিন-ফাঁদেই ফাসেন। ৬১ বলে ৬৬ রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরেন।
আদিল রশিদ (২০) ও মার্ক উড (১৮) ২৯ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে দু'শো রানের কাছাকাছি পৌঁছে দেন। তবে শেষমেশ ২১৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ৬৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে তাঁদের শুধু বড় ধাক্কা দেওয়াই নয়, বাকি দলগুলিকেও বড়সড় বার্তা দিয়ে রাখল আফগানিস্তান ক্রিকেট দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -