MI-W vs DC-W, Match Highlights: জলে গেল শিখার লড়াই, ন্যাটের ব্যাটে খেতাবজয় মুম্বইয়ের
ম্যাটে টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। দিল্লি দলে এক বদল করা হয়, অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামে মুম্বই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুরুতেই ইসি ওয়ং শেফালি ভার্মাকে ১১ রানে ফিরিয়ে দিল্লিকে বড় ধাক্কা দেন।
নতুন বলে শেফালিসহ মোট তিনজনকে আউট করেন ওয়ং। তিনটি উইকেটই ফুলটস বলে আসে।
৩৫ রানে তিন উইকেট হারালেও দিল্লি অধিনায়ক মেগ ল্য়ানিং ৩৫ রানের ইনিংসে দলের হয়ে কিছুটা লড়াই করেন।
এরপরেই অবশ্য দিল্লির মিডল অর্ডারে ধস নামান মুম্বই স্পিনাররা। ৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় ক্য়াপিটালস। তিন উইকেট নেন হেইলি ম্যাথিউজ।
তবে দশম উইকেটে শিখা পাণ্ডে ও রাধা যাদবের ৫২ রানের পার্টনারশিপে লড়াইয়ের রসদ পায় দিল্লি। ১৩১/৯ রান তোলে ক্যাপিটালস।
অল্প রান ডিফেন্ড করতে নেমে দিল্লি শুরুটা কিন্তু ভালই করেছিল। ২৩ রানেই দুই মুম্বই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেন দিল্লির বোলাররা।
এমন পরিস্থিতিতে ন্যাট সিভার-ব্রান্ট ও হরমনপ্রীত কৌর পরিপক্কতার পরিচয় দেখিয়ে মন্থর গতিতে হলেও ৭২ রান যোগ করেন।
হরমন ৩৭ রানে আউট হলেও, ন্যাট ৬০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
অ্যামেলিয়া কেরের ১৪ রানের ইনিংসও ছিল গুরুত্বপূর্ণ। তিন বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ ও খেতাব জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -