Year Ender 2023: ৩৮-এও শীর্ষে রোনাল্ডো! বছরের সর্বোচ্চ পাঁচ গোলদাতা কারা?
দেশের লিগ তো বটেই, ২০২৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজ়ে কোপা লিবারটোডোরেজ় জিতে মহাদেশেরও সেরার শিরোপা নিজেদের নামে করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ জার্মান ক্যানো। ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড ফ্লুমিনেজ়ের হয়ে ৪০টি গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
ব্যালন ডি'অরের দৌড়ে মেসির পর দ্বিতীয় স্থানে শেষ করেছেন আরলিং হালান্ড। ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ২০২৩টা হালান্ডের জন্য স্বপ্নের মতো কেটেছে।
প্রিমিয়ার লিগে এক মরশুমে সর্বকালের সর্বোচ্চ গোল করার রেকর্ড এই বছরেই গড়েন হালান্ড। দলকে জিতিয়েছেন একগুচ্ছ ট্রফিও। নরওয়ের তারকা ফরোয়ার্ড ক্লাবের হয়ে ৪৪ ও দেশের হয়ে ছয়, মোট ৫০টি গোল করেছেন ২০২৩ সালে।
হালান্ডের পরেই তালিকায় রয়েছেন আগামী দশকে যে ফুটবলার তাঁকে শ্রেষ্ঠতের লড়াইয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ জানাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি কিলিয়ান এমবাপে।
এমবাপে এই ক্যালেন্ডার বর্ষে প্যারিস সঁ জরমেঁর হয়ে ৪২ ও জাতীয় দলের হয়ে ১০ টি গোল করেছেন।
ফ্রান্স অধিনায়কের সঙ্গে যুগ্মভাবে তালিকায় রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও।
কেন ইংল্যান্ডের হয়ে নয়টি, স্পার্সের হয়ে ১৮টি গোল তো করেইছিলেন। নতুন মরশুমে দল বদল ঘটিয়ে সম্পূর্ণ নতুন লিগে যোগ দেন। তবে তাতে তাঁর গোলের সংখ্যা কমেনি। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি ইতিমধ্যই ২৯টি গোল করে ফেলেছেন।
তবে তরুণ, কেরিয়ারে শিখরে তারকাদের ছাপিয়ে ৩৮ বছরে এসেও গোলদাতাদের তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনল্ডোই।
'সিআর৭' পর্তুগালের হয়ে ১০ ও আল নাসরের হয়ে ৪৪, মোট ৫৪টি গোল করে বছর শেষ করলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -